IOCL Apprentice Recruitment 2026: ইন্ডিয়ান অয়েল সংস্থায় লোক  নিছে, ৩৯৪ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IOCL Apprentice Recruitment 2026: ভারতের বৃহত্তম সরকারি তেল সংস্থা Indian Oil Corporation Limited (IOCL)–এর Pipelines Division–এ The Apprentices Act, 1961–এর অধীনে Technical ও non-technical ট্রেডে মোট ৩৯৪ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি দেশব্যাপী বিভিন্ন রাজ্যের পাইপলাইন লোকেশনে হবে। যারা ITI / Diploma / Graduation যোগ্যতা নিয়ে স্কিল-বিল্ডিং ও সরকারি সংস্থায় ট্রেনিং করতে চান, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

নিয়োগ সংস্থা

Indian Oil Corporation Limited (Pipelines Division)
(A Government of India Undertaking)

Advertisement No.: PL/HR/ESTB/APPR (2025)-2 (Supp.)
Date: 23.01.2026

📌 পদের নাম / ট্রেড

  • Technician Apprentice (Mechanical)
  • Technician Apprentice (Electrical)
  • Technician Apprentice (Telecommunication & Instrumentation)
  • Trade Apprentice (Assistant–Human Resource)
  • Trade Apprentice (Accountant)
  • Data Entry Operator (Fresher Apprentices)
  • Domestic Data Entry Operator (Skill Certificate Holders)

মোট শূন্যপদ (IOCL Apprentice Recruitment 2026)

মোট: ৩৯৪টি

Region-wise মোট শূন্যপদ:

  • Eastern Region Pipelines (ERPL): 101
  • Western Region Pipelines (WRPL): 136
  • Northern Region Pipelines (NRPL): 54
  • Southern Region Pipelines (SRPL): 40
  • South Eastern Region Pipelines (SERPL): 63

(West Bengal-এ একাধিক লোকেশনে শূন্যপদ রয়েছে)

শিক্ষাগত যোগ্যতা (ট্রেড অনুযায়ী)

Technician Apprentice (Mech/Electrical/T&I):

  • সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের Diploma (Full-time, Govt. recognized)

Trade Apprentice (Assistant-HR):

  • Graduation (Full-time)

Trade Apprentice (Accountant):

  • B.Com Graduation (Full-time)

Data Entry Operator (Fresher):

  • 12th Pass (Graduate নন)

Domestic Data Entry Operator:

  • 12th Pass + Skill Certificate (NSQF/recognized body)

📌 Cut-off Qualification Date: 31-01-2026
❌ Part-time / Distance / Correspondence গ্রহণযোগ্য নয়
❌ BE/B.Tech/MBA/CA/LLB/MCA বা উচ্চতর যোগ্যতা থাকলে অযোগ্য

বয়স সীমা

  • ১৮ থেকে ২৪ বছর (31-01-2026 অনুযায়ী)

বয়সে ছাড়:

  • SC/ST: ৫ বছর
  • OBC-NCL: ৩ বছর
  • PwBD: সর্বোচ্চ ১০ বছর (নিয়ম অনুযায়ী)

ট্রেনিংয়ের মেয়াদ

  • ১২ মাস

স্টাইপেন্ড

  • Apprentices Act, 1961/Rules ও IOCL Guidelines অনুযায়ী মাসিক স্টাইপেন্ড

PwBD সুবিধা

  • নির্দিষ্ট ট্রেডে Persons with Benchmark Disabilities (40%) আবেদনযোগ্য
  • সার্টিফিকেট RPwD Rules, 2017 অনুযায়ী নির্ধারিত ফরম্যাটে লাগবে

নির্বাচন প্রক্রিয়া (IOCL Apprentice Recruitment 2026)

  • Panel-cum-Merit List প্রস্তুত হবে যোগ্যতার শতাংশ নম্বর অনুযায়ী
  • কোনো Written Test / Interview নেই
  • টাই হলে: বয়স বেশি → ম্যাট্রিকের শতাংশ বেশি—এই অগ্রাধিকার

Medical Fitness বাধ্যতামূলক

কীভাবে আবেদন করতে হবে ?

আবেদন দুটি ধাপে সম্পন্ন করতে হবে—

ধাপ–১: NAPS / NATS Portal Registration

ধাপ–২: IOCL Pipelines Portal-এ আবেদন

📌 NAPS/NATS-এ আবেদন করার পরেই IOCL পোর্টালে Part-I & Part-II পূরণ করতে হবে
📌 একই Email ও Mobile ব্যবহার করতে হবে

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • জন্মতারিখ প্রমাণ (10th)
  • শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কশিট
  • Caste / EWS / PwBD সার্টিফিকেট (যদি প্রযোজ্য)
  • Aadhaar, PAN, Bank Passbook (Aadhaar-seeded)
  • Photograph & Signature
  • Medical Fitness Certificate (DV-এর সময়)

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু: 28-01-2026
  • শেষ তারিখ: 10-02-2026 (11:59 PM)

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • একটি ট্রেডে মাত্র একবার আবেদন
  • একাধিক আবেদন করলে বাতিল
  • ১ বছর বা তার বেশি চাকরির অভিজ্ঞতা থাকলে অযোগ্য
  • যোগ্যতা অর্জনের ৫ বছর পেরোলে অযোগ্য
  • অ্যাপ্রেন্টিসশিপ শেষে চাকরির নিশ্চয়তা নেই

প্রয়োজনীয় লিঙ্ক

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

আধার সুপারভাইজার ও অপারেটর পদে ২৮২টি শূন্যপদে নিয়োগ।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

FAQ: IOCL Apprentice Recruitment 2026

1️) IOCL Apprentice Recruitment 2026 কোন সংস্থা করছে ?

এই নিয়োগটি করছে Indian Oil Corporation Limited (IOCL)–এর Pipelines Division। নিয়োগটি The Apprentices Act, 1961–এর অধীনে করা হচ্ছে এবং এটি একটি সরকারি প্রশিক্ষণভিত্তিক অ্যাপ্রেন্টিসশিপ।

2️) কারা এই অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে পারবেন ?

যাঁদের নির্দিষ্ট ট্রেড অনুযায়ী 12th Pass / ITI / Diploma / Graduation (Full-time) যোগ্যতা রয়েছে, তাঁরাই আবেদন করতে পারবেন।
❌ BE/B.Tech, MBA, CA, MCA বা উচ্চতর যোগ্যতা থাকলে আবেদনযোগ্য নন।
❌ Part-time বা Distance education গ্রহণযোগ্য নয়।

3️) এই নিয়োগে কি কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে ?

না। এই নিয়োগে কোনো Written Test বা Interview নেই।
প্রার্থীদের নির্বাচন করা হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত শতাংশ নম্বরের ভিত্তিতে Merit List তৈরি করে।
👉 সমান নম্বর হলে বয়স ও ম্যাট্রিকের নম্বর অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হবে।

4️) অ্যাপ্রেন্টিসশিপ শেষে কি চাকরি নিশ্চিত ?

না। এই নিয়োগটি শুধুমাত্র প্রশিক্ষণ (Apprenticeship)–এর জন্য।
👉 অ্যাপ্রেন্টিসশিপ সফলভাবে শেষ হলেও IOCL-এ স্থায়ী চাকরির কোনো নিশ্চয়তা নেই।

5️) আবেদন করতে হলে কি শুধু IOCL পোর্টালেই আবেদন করলেই হবে ?

না। এই নিয়োগের জন্য আবেদন দুটি ধাপে করতে হবে—

  • আগে NAPS অথবা NATS Portal-এ Registration
  • তারপর IOCL Pipelines Division Portal-এ Online Apply

📌 দুটি ধাপ সম্পূর্ণ না করলে আবেদন বাতিল হয়ে যাবে।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com