IPPB GDS Executive Recruitment 2025 – পোস্ট অফিসে GDS পদে কর্মী নিয়োগ, ২৩ টি জেলা থাকে আবেদন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IPPB GDS Executive Recruitment 2025 – সম্প্রতি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক গ্রামীণ ডাক সেবকের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক পাশ যোগ্যতার ভিত্তিতে এখানে কর্মী নিয়োগ করা যাবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই।

নিয়োগ সংস্থাইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক
পদের নামগ্রামীণ ডাক সেবক এক্সিকিউটিভ (GDS Executive)
মোট শূন্যপদনিচে উল্লেখিত 
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৯/১০/২০২৫

পদের নাম ও শূন্যপদ

১) এখানে গ্রামীণ ডাক সেবক এক্সিকিউটিভ (GDS Executive)-এর পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ৩৪৮ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

বৃত্ত (Circle)রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলশূন্যপদের সংখ্যা
অন্ধ্র প্রদেশঅন্ধ্র প্রদেশ
আসামআসাম১২
বিহারবিহার১৭
ছত্তিশগড়ছত্তিশগড়
গুজরাটদাদরা ও নগর হাভেলি
গুজরাটগুজরাট২৯
হরিয়ানাহরিয়ানা১১
হিমাচল প্রদেশহিমাচল প্রদেশ
জম্মু ও কাশ্মীরজম্মু ও কাশ্মীর
ঝাড়খণ্ডঝাড়খণ্ড১২
কর্ণাটককর্ণাটক১৯
কেরালাকেরালা
মধ্য প্রদেশমধ্য প্রদেশ২৯
মহারাষ্ট্রগোয়া
মহারাষ্ট্রমহারাষ্ট্র৩১
উত্তর-পূর্বঅরুণাচল প্রদেশ
উত্তর-পূর্বমণিপুর
উত্তর-পূর্বমেঘালয়
উত্তর-পূর্বমিজোরাম
উত্তর-পূর্বনাগাল্যান্ড
উত্তর-পূর্বত্রিপুরা
ওডিশাওডিশা১১
পাঞ্জাবপাঞ্জাব১৫
রাজস্থানরাজস্থান১০
তামিলনাড়ুতামিলনাড়ু১৭
তেলেঙ্গানাতেলেঙ্গানা
উত্তর প্রদেশউত্তর প্রদেশ৪০
উত্তরাখণ্ডউত্তরাখণ্ড১১
পশ্চিমবঙ্গকিম
পশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গ
১২

বয়স সীমা ও মাসিক বেতন (IPPB GDS Executive Recruitment 2025)

এখানে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স ০১/০৮/২০২৫ অনুযায়ী হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এই পদে নির্বাচিত প্রার্থীদের ৩০,০০০ টাকা দেওয়া হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদগুলোতে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। এছাড়া যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ippbonline.com যেতে হবে।

কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?

এই বিজ্ঞপ্তিটি ippbonline.com-এ প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এই পদগুলোতে প্রার্থীদের গ্র্যাজুয়েশনের নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে সংস্থা চাইলে অনলাইন (IPPB GDS Executive Recruitment 2025) পরীক্ষায় নিতে পারে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।

বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2025 জানুন ক্লিক করেView Now

এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার।

কীভাবে আবেদন করবেন এখানে ?

এখানে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই –

১) প্রথমে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ippbonline.comএ  যেতে হবে। 
২) তারপর সেখানে গিয়ে মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) তারপর সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে এবং সকল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

আবেদন ফি কত ?

এই পদগুলোতে আবেদন করবার জন্য সমস্ত প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

অনলাইনে আবেদন শুরুর তারিখ: ০৯-১০-২০২৫
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৯-১০-২০২৫
আবেদনের বিবরণ সম্পাদনা করার শেষ তারিখ: ২৯-১০-২০২৫
আপনার আবেদন প্রিন্ট করার শেষ তারিখ: ১৩-১১-২০২৫
অনলাইনে ফি প্রদান: ০৯-১০-২০২৫ থেকে ২৯-১০-২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটippbonline.com
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

আবেদন করতে ক্লিক করুন – জেলার ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন কর্মী নিয়োগ,কোনো আবেদন মূল্য নেই।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com