দারুন অফার দিচ্ছে Jio, Vi ও Airtel, Free ১ বছরের জন্য Jio Hotstar সাবস্ক্রিপশন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি কি ভাবছেন JioHotstar এর সাবস্ক্রিপশন নেওয়ার ? তাহলে কিছুদিন অপেক্ষা করুন কারন দেশের কিছু জনপ্রিয় টেলিকম কোম্পানিগুলো ফ্রিতে দিতে চলেছে JioHotstar এর সাবস্ক্রিপশন। তবে শুধু এটিই নয় এর পাশাপাশি থাকছে আনলিমিটেড কলিং, এসএমএস, ডেটার সুবিধাও। চলুন জেনে নিই প্ল্যানগুলোর বিষয়ে বিস্তারিত।

১৯৫ টাকার প্ল্যান

১৯৫ টাকার প্ল্যানে থাকছে ৯০ দিনের জন্য ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন।

এয়ারটেলের ৩৯৯৯ টাকার প্ল্যানে থাকছে –

১) ৩৬৫ দিনের বৈধতা।
২) আনলিমিটেড লোকাল এবং ন্যাশনাল কলিং।
৩) শুধু তাই নয় এতে রোজ আপনি ১০০ টি করে। এসএমএস করতে পারবেন।
৪) এর পাশাপাশি ২.৫ জিবি ডাটা । পাবেন 5G ডেটাও।
৫) এক বছরের JioHotstar সাবস্ক্রিপশন। থাকছে স্প্যাম কল এবং এসএমএসের সতর্কতা। এছাড়াও Airtel Xstream অ্যাপের অ্যাক্সেস, Apollo 24/7 সার্কেলের অ্যাক্সেস। থাকছে  ফ্রি হ্যালোটিউনসের সুবিধাও।

রাজ্য সরকারের এই প্রকল্পে ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা করল, জানুন কীভাবে করা যাবে আবেদন ?

Vi-এর ৩৬৯৯ টাকার প্ল্যান

Vi- এর ৩৬৯৯ এর প্ল্যানে থাকছে –

১) ৩৬৫ দিনের বৈধতা।
২) আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলিং।
৩) রোজ ১০০ টি এসএমএসের সুবিধা।
৪) রোজ ২ জিবি ডেটা।
৫) Vi- এর এই প্ল্যানেও রয়েছে ফ্রি এক বছরের JioHotstar সাবস্ক্রিপশন। আনলিমিটেড ডেটা হাফ ডের জন্য দেওয়া হবে। তবে উইকেন্ড ডেটা রোল- ওভার ও ডেটা ডিলাইট অফারও দেওয়া হবে এই প্ল্যানে।

Jio-এর কোন কোন প্ল্যানে ফ্রিতে JioHotstar সাবস্ক্রিপশন ?

জিও যদিও সারা বছরের প্ল্যান নিয়ে আসেনি। কম বৈধতার প্ল্যান নিয়ে এসেছে যেখানে JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে। সেই প্ল্যানগুলো কী কী?

Jio- এর ৯৪৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে ৮৪ দিনের JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হয়। এছাড়াও থাকছে আনলিমিটেড কলিং, রোজ ১.৫ জিবি ডেটা ও ১০০ এসএমএসের সুবিধা।

বেকারদের জন্য দারুণ সুযোগ, এই ট্রেনিং করলে দেওয়া হবে চাকরি ও সাথে থাকছে মোটা বেতন