নেটওয়ার্কের জগতে জনপ্রিয় নাম হল রিলায়েন্স জিও। কিন্তু জিও শুধু নেটওয়ার্কেই থেমে নেই ইলেকট্রিক বাইকেও নিয়ে এসেছে আশ্চর্যকর চমক। সস্তা রিচার্জ প্ল্যানের পর এবার এমন ই-বাইক বাইক আনতে চলেছে যা ৪০০ কিমি চলবে একবারের চার্জেই।
এই ই-বাইকটি খুব কম দামেই বাজারে নিয়ে আসবে জিও। জানা যাচ্ছে সম্ভবত এই সাইকেলটি দেশের সবচেয়ে বেশি সস্তা ও কার্যকর হতে পারে। এবার চলুন দেখে নিই (Jio Electric Bike) এই বাইকটিতে কি কি বৈশিষ্ট্য রয়েছে।
একবার চার্জ করলেই চলবে ৪০০ কিলোমিটার
জিওর এই বাইকটিতে উন্নতমানের লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে যেটির কর্মদক্ষতা অনেক। তাই এটি একবার চার্জ দিলেও ৪০০ কিমি চলবে। শুধু তাই নয় এটি ৩-৪ ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। এতে বোঝা যাচ্ছে যে এতে রয়েছে ফাস্ট চার্জিং।
এছাড়াও আপনি চাইলেই এই বাইকটির থেকে ব্যাটারি খুলে অন্য জায়গায়ও চার্জ করতে পারবেন। স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকার জন্য ব্যাটারির আয়ু আরো বেড়ে যাবে।
এটিতে থাকছে শক্তিশালী মোটর যার জন্য এটি পাহাড়েও চলবে। এই মোটরটি হল ২৫০-৫০০ ওয়াটের একটি ইলেকট্রিক মোটর, যেটি খুব হাই স্পিডে চলানো যাবে। সুতরাং পাহাড়েও এটি চালাতে কোনও অসুবিধা হবেনা।
এছাড়াও এতে রয়েছে ইকো, নরমাল ও স্পোর্টস মোড (Jio Electric Bike) । যদি হঠাৎ চার্জ শেষ হয়ে যায় তখন প্যাডেল সাপোর্ট অন করতে পারেন। যেটির মাধ্যমে নরমাল সাইকেলের মত চালাতে পারবেন এটিকে।
কি কি বৈশিষ্ট্য রয়েছে এতে ?
জিওর এই বাইকটিতে রয়েছে নানান আকর্ষণীয় বৈশিষ্ট্য। এতে থাকবে এলইডি লাইট যেটি আপনাকে রাত্রে পরিষ্কার আলো দেবে। এছাড়াও রয়েছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম যেটি সঠিক অবস্থান দেবে আপনাকে। শুধু তাই নয় এতে থাকবে ব্লুটুথ মোবাইল অ্যাপ কানেক্টিভিটি সিস্টেম।
বাইকটির দাম কত হতে চলেছে ?
বাজারে অন্যান্য ই- বাইকের দাম থাকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে। কিন্তু জানা যাচ্ছে জিওর এই ই-বাইকটির দাম হতে পারে ২৯,৯৯৯ টাকা। সুতরাং বুঝতেই পারছেন এটি খুবই সস্তার বাইক হবে।
জিওর প্রতিটি প্ল্যানই সকলের পছন্দ হয়ে থাকে। এবারও সেটি হতে চলেছে। ৩০ হাজার টাকার দামের মধ্যে ৪০০ কিমি চলা এই বাইকটি সত্যিই বাজারে সাড়া ফেলতে পারে। তবে কবে এটি লঞ্চ হবে তা জানা যায়নি।
মার্চের শুরুতে বেড়ে গেল LPG গ্যাসের দাম! জানুন আজকে গ্যাসের কতো দাম?