kalyani AIIMS Job Vacancy 2023 – কল্যাণী AIIMS আবারো কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

kalyani AIIMS Job Vacancy 2023 – আবারো কল্যাণী AIIMS এর পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যাবে। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন। 

নিয়োগ সংস্থাkalyani AIIMS
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ২৩-১২-২০২৩

নতুন চাকরির খবর – গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন কর্মী নিয়োগ,

পদের নাম ও শূন্যপদ (kalyani AIIMS Job Vacancy 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Project Technical Officer, Technician-II।

২)  এখানে মোট ০৫ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন 

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (kalyani AIIMS Job Vacancy 2023) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে বয়স সম্বন্ধে জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

২) যেহেতু এখানে দুটি পদ আছে সে ক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে প্রথম পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ৩৩,০৪০ টাকা পর্যন্ত হবে। এছাড়া দ্বিতীয় পদে আপনারা যদি আবেদন করেন তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২১,২৪০ টাকা হবে।

শিক্ষাগত যোগ্যতা (kalyani AIIMS Job Vacancy 2023)

Project Technical Officer – এই পদে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা থাকতে হবে সঙ্গে তিন বছরের নির্দিষ্ট কাজের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। 

Technician-II – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে ডিপ্লোমা সম্পন্ন করতে হবে MLT/ ITI/ DMLT নির্দিষ্ট সাবজেক্ট এর ওপরে সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন চালাতে জানতে হবে ও অবশ্যই বাংলা, হিন্দি, ইংলিশ জানতে হবে তাহলে এখানে আবে করা যাবে।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

aiimskalyani.edu.in/ পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া (kalyani AIIMS Job Vacancy 2023)

এখানেও প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। 

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদি থাকে)
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য,

কি ভাবে আবেদন করতে হবে? 

উল্লেখিত পদে আবেদন করার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটিকে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে একটি পিডিএফ ফাইল (kalyani AIIMS Job Vacancy 2023) বানিয়ে সেটিকে নির্দিষ্ট সময় ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে গেলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু০৯-১২-২০২৩
আবেদন শেষ২৩-১২-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটaiimskalyani.edu.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর –IDBI ব্যাঙ্কে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

Related Articles