Kanyashree Prakalpa Notification – রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, আজি আবেদন করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kanyashree Prakalpa Notification – রাজ্য সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্য কন্যাশ্রী প্রকল্পের অধীনে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। যেকোনো জেলার যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে আবেদনযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ? বয়সীমা কি আছে ? কি করে আবেদন করবেন ? সমস্ত কিছু ডিটেলস তলায় বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরেই নিজে দায়িত্বে আবেদন করবেন। চাকরি ও আরও অন্যান্য খবরের আপডেট রেগুলার পেতে আমাদের Telegram Channel ও whatsapp গ্রুপে আজি যুক্ত হন।

নিয়োগ সংস্থাOffice of the District Magistrate, Murshidabad
পদের নামহিসাবরক্ষক, ডেটা ম্যানেজার
মোট শূন্যপদ0৯ টি

আরও পড়ুন- Bandhan Bank Recruitment – উচ্চ মাধ্যমিক পাশে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ শুরু বন্ধন ব্যাংকে।

মোট শূন্যপদ

Data Manager – ৮ টি (UR – ১ টি, EWS – ১ টি, OBC – ১ টি, SC – ৪ টি, ST – ১ টি)
Accountant – ১ টি (UR)

বয়সসীমা 

উল্লেখিত পদে (Kanyashree Prakalpa Notification) আবেদন করার জন্য ১৮ বছর থেকে ৩৭ বছর এর মধ্যে হতে হবে। আবেদন করার সময় অতি অবশ্যই ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় ও এখানে পাওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতা

Data Manage – এই পদে আবেদন করার জন্য (Kanyashree Prakalpa Notification) প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার টাইপিং এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অভিজ্ঞতাও থাকতে হবে।

Accountant – একাউন্টেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীকে অতি অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সের উপরে গ্রাজুয়েশন সহ একাউন্টান্সি অনার্স করা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

মাসিক বেতন (Kanyashree Prakalpa Notification)

Data Manage পদে আপনারা যদি চাকরি পান তাহলে প্রতি মাসে বেতন হবে ১১ হাজার টাকা। Accountant – পদে আপনারা যদি চাকরি পান তাহলে প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা।

নিয়োগ প্রক্রিয়া

১) লিখিত পরীক্ষা,
২) কম্পিউটার টেস্ট,
৩) ইন্টারভিউ,

আবেদন করতে (Kanyashree Prakalpa Notification) কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,

কিভাবে আবেদন করতে হবে ? 

১) যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন (Kanyashree Prakalpa Notification) তাদের অতি অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) আবেদন করার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে A4 পেপারের প্রিন্ট আউট করে নিতে হবে।
৩) এরপর হাতে কলমে সমস্ত তথ্য সেই ফর্মটিতে লিখে একটি মুখ বন্ধ ওয়ালা খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://cdn.s3waas.gov.in/s3c9f0f895fb98ab9159f51fd0297e236d/uploads/2023/07/2023071479.pdf

Leave a Comment