Kendriya Vidyalaya Dum Dum Vacancy 2025 – দমদম কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kendriya Vidyalaya Dum Dum Vacancy 2025 – দমদম কেন্দ্রীয় বিদ্যালয় তরফে থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনে এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাদমদম কেন্দ্রীয় বিদ্যালয় দপ্তর
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখিত 
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ ১৫/০২/২০২৫

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Participate instructor, Vocational Instructor (Sports Coach, & Dance), Yoga Teacher, Nurse, Educational Counselor, Special Educator, Blavatnik Teacher, PGT- (English,Hindi,Physics,Chemistry,Biology,Mathematics,History,Geography,Economics,Commerce,Political Science, Sanskrit, Computer Science),TGT- ( English, Hindi, Sanskrit, Science, Mathematics, Social Studies)।

২) এখানে মোট কতজনকে নিয়োগ করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন। 

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৬৫মধ্যে হতে হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

২) উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে নোটিফিকেশনের নিয়ম অনুসারে বেতন প্রদান করা হবে। তবু আপনার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা (Kendriya Vidyalaya Dum Dum Vacancy 2025)

যেহেতু অনেক গুলি শূন্যপদ আছে, প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে নিচে তার বিস্তারিত আলোচনা করা হলো :-

পিআরটি – এই পদে আবেদন করার জন্য আবেদন কারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ ১ সিনিয়র সেকেন্ডারি এবং প্রাথমিক শিক্ষায় ২ বছরের ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের কম্পিউটারে কাজ করার জ্ঞান এবং হিন্দি ও ইংরেজি মাধ্যমে শেখানোর দক্ষতা থাকতে হবে বা, আবেদন কারীদের কমপক্ষে ৫০% নম্বর সহ সিনিয়র মাধ্যমিক এবং ৪ বছরের প্রাথমিক শিক্ষার স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে ‌। এছাড়া আবেদনকারীদের কম্পিউটারে কাজ করার জ্ঞান এবং হিন্দি ও ইংরেজি মাধ্যমে শেখানোর দক্ষতা থাকতে হবে।

কম্পিউটার প্রশিক্ষক – এই পদে আবেদন করার জন্য আবেদন কারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে বিএড সহ B.Tech (কম্পিউটার সায়েন্স)/B.CA/M.CA/M.Sc.(কম্পিউটার সায়েন্স) M.Sc. (কম্পিউটার সায়েন্স কম্পোনেন্ট সহ ইলেকট্রনিক্স)/এম.এসসি.(আইটি)/বি.এসসি (কম্পিউটার সায়েন্স) যোগ্যতা অর্জন করতে হবে অথবা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিপ্লোমা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিজ্ঞান বিষয় / গণিতে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।

অথবা

আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ‌স্নাতকোত্তর ডিপ্লোমা  সহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া (Kendriya Vidyalaya Dum Dum Vacancy 2025) অন্যান্য পদগুলির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

ofdumdum.kvs.ac.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডি প্রুফ।
৩) জাত সংস্থাপত্র।
৪) শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/সার্টিফিকেট।
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস (Kendriya Vidyalaya Dum Dum Vacancy 2025) চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শেষ১৫/০২/২০২৫ 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইট + Apply OnlineView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

32,438 শূন্যপদে রেলে গ্রুপ D কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন। 

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।