Skip to content
WBTAK Bengali Daily News Portal | বাংলা খবর, বাংলা সংবাদ
  • Home
  • Trending
  • Jobs
  • Scholarship
  • Govt Scheme
    • Education
    • Economics
    • Business
  • Tech News
  • Hroscope
KMRCL Recruitment 2025

KMRCL Recruitment 2025 – কলকাতা মেট্রো রেল করপোরেশন কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।

July 21, 2025 by WB TAK
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

KMRCL Recruitment 2025 – কলকাতা মেট্রো রেল করপোরেশন লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অভিজ্ঞতা থাকলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই।

নিয়োগ সংস্থাকলকাতা মেট্রো রেল করপোরেশন লিমিটেড
পদের নামজেনারেল ম্যানেজার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার
মোট শূন্যপদ০২ টি।
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদনের শেষ তারিখ১৭-৮-২০২৫

পদের নাম ও শূন্যপদ

১) এখানে জেনারেল ম্যানেজার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজারের পদে প্রার্থী নিয়োগ করা হচ্ছে।

২) এখানে মোট ২ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

বয়স সীমা ও মাসিক বেতন (KMRCL Recruitment 2025)

কলকাতা মেট্রো রেল করপোরেশন লিমিটেড এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১-০৭-২০২৫ অনুযায়ী ৫০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। এই পদটিতে নির্বাচিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই গ্রুপ এ পদে ১৫ বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই কলকাতা মেট্রো রেল করপোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট kmrc.in যেতে হবে।

কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?

এই বিজ্ঞপ্তিটি kmrc.in এ প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া (KMRCL Recruitment 2025)

এই পদগুলোতে প্রার্থীদের ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।

এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো।

কীভাবে আবেদন করবেন এখানে ?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না।সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে (KMRCL Recruitment 2025) সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

আবেদন ফি

এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের কোনরকম আবেদন ফি লাগবে কিনা সেটা জানানো হয়নি। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand

গুরুত্বপূর্ন তারিখ

আবেদনের শেষ তারিখ – ১৭-৮-২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটkmrc.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Download Now-2

কেন্দ্রের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১২০০০ টাকা। 

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

WB TAK

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com

Read More

Related Posts

DA allowance

পশ্চিমবঙ্গে DA নিয়ে স্বস্তির হাওয়া! সুপ্রিম কোর্টে ইতিবাচক রায়, রাজ্য সরকারি কর্মীরা দেখুন

IB ACIO Vacancy 2025

IB ACIO Vacancy 2025 – কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি কর্মী নিয়োগ,৩৭১৭ টি শূন্যপদে আবেদন করুন

Kolkata Port Trust Vacancy 2025

Kolkata Port Trust Vacancy 2025 – কলকাতা বন্দরে কাজের সুযোগ, মোটা বেতনের চাকরি।

WB LDA New Recruitment 2025

WB LDA New Recruitment 2025 – জেলায় একাউন্টেন্ট ও অন্যান্য পদে কাজের সুযোগ, বেতন প্রতিমাস ১২ হাজার টাকা পর্যন্ত। 

Oil India Limited Job

Oil India Limited Job – অয়েল ইন্ডিয়াতে কাজের সুযোগ, কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন। 

Bankura Municipality Recruitment 2025

Bankura Municipality Recruitment 2025 – ইন্টারভিউ মাধ্যমে পৌরসভায় চাকরির সুযোগ, মোটা বেতনের চাকরি।

ECIL New Recruitment 2025

ECIL New Recruitment 2025 – প্রচুর শূন্যপদে কর্মী নিচ্ছে ECIL, জানুন কী ভাবে করবেন আবেদন।

Science City New Recruitment

Science City New Recruitment – কলকাতার সায়েন্স সিটিতে কাজের সুযোগ, মাসিক বেতন ৩৫,০০০ টাকা।

SBI New Recruitment 2025

SBI New Recruitment 2025: স্টেট ব্যাঙ্কে আবারও কর্মী নিয়োগ, বয়সসীমা ২৫ থেকে সর্বোচ্চ ৫৫

  • পশ্চিমবঙ্গে DA নিয়ে স্বস্তির হাওয়া! সুপ্রিম কোর্টে ইতিবাচক রায়, রাজ্য সরকারি কর্মীরা দেখুন
  • IB ACIO Vacancy 2025 – কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি কর্মী নিয়োগ,৩৭১৭ টি শূন্যপদে আবেদন করুন
  • Kolkata Port Trust Vacancy 2025 – কলকাতা বন্দরে কাজের সুযোগ, মোটা বেতনের চাকরি।
  • WB LDA New Recruitment 2025 – জেলায় একাউন্টেন্ট ও অন্যান্য পদে কাজের সুযোগ, বেতন প্রতিমাস ১২ হাজার টাকা পর্যন্ত। 
  • Oil India Limited Job – অয়েল ইন্ডিয়াতে কাজের সুযোগ, কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন। 

Recent Posts

  • পশ্চিমবঙ্গে DA নিয়ে স্বস্তির হাওয়া! সুপ্রিম কোর্টে ইতিবাচক রায়, রাজ্য সরকারি কর্মীরা দেখুন
  • IB ACIO Vacancy 2025 – কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি কর্মী নিয়োগ,৩৭১৭ টি শূন্যপদে আবেদন করুন
  • Kolkata Port Trust Vacancy 2025 – কলকাতা বন্দরে কাজের সুযোগ, মোটা বেতনের চাকরি।
  • WB LDA New Recruitment 2025 – জেলায় একাউন্টেন্ট ও অন্যান্য পদে কাজের সুযোগ, বেতন প্রতিমাস ১২ হাজার টাকা পর্যন্ত। 
  • Oil India Limited Job – অয়েল ইন্ডিয়াতে কাজের সুযোগ, কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন। 
  • KMRCL Recruitment 2025 – কলকাতা মেট্রো রেল করপোরেশন কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।
  • Bankura Municipality Recruitment 2025 – ইন্টারভিউ মাধ্যমে পৌরসভায় চাকরির সুযোগ, মোটা বেতনের চাকরি।
  • ECIL New Recruitment 2025 – প্রচুর শূন্যপদে কর্মী নিচ্ছে ECIL, জানুন কী ভাবে করবেন আবেদন।
  • Science City New Recruitment – কলকাতার সায়েন্স সিটিতে কাজের সুযোগ, মাসিক বেতন ৩৫,০০০ টাকা।
  • SBI New Recruitment 2025: স্টেট ব্যাঙ্কে আবারও কর্মী নিয়োগ, বয়সসীমা ২৫ থেকে সর্বোচ্চ ৫৫
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Site Map
  • Terms and Conditions
  • Contact Us
  • DMCA Policy
  • DMCA Removal Request
Copyright © 2023 wbtak.com