Kolkata Port Trust Recruitment 2023 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য। এখানে কোন লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | SYAMA PRASAD MOOKERJEE PORT |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিজে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউ তারিখ | ১৯-১২-২০২৩ / ২০-১২-২০২৩ এই দুই দিন ইন্টারভিউ হবে |
নতুন চাকরির খবর – আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন
পদের নাম (Kolkata Port Trust Recruitment 2023)
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Nurse।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৫০ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।
২) যদি আপনার এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ৩৫,০০০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Kolkata Port Trust Recruitment 2023)
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM বা BSC অথবা MSC নার্সিং করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থা অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউর স্থানে ইন্টারভিউ দিতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
smportkolkata.shipping.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের ইন্টারভিউ (Kolkata Port Trust Recruitment 2023) এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। প্রার্থীদের নিজে থেকে একটি বায়োডাটা তৈরি করতে হবে সেখানে সমস্ত কিছু তথ্য উল্লেখ করতে হবে এবং যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে সেই বায়োডাটা সঙ্গে সংযুক্ত (Kolkata Port Trust Recruitment 2023) করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে।
আরও বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যেতে পারেন।
গুরুত্বপূর্ন তারিখ
ইন্টারভিউ তারিখ | ১৯-১২-২০২৩ / ২০-১২-২০২৩ এই দুই দিন ইন্টারভিউ হবে |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | smportkolkata.shipping.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – জেলায় সুপারভাইজার কর্মী নিয়োগ, অষ্টম পাশে আবেদন করুন