মার্চ মাস থেকে কী বন্ধ হবে লক্ষীর ভান্ডারের টাকা ? এখনই জেনে নিন বিস্তারিত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে আবারো অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত ২৫ থেকে ৬০ বছর বয়সী মেয়েদের ১০০০ ও ১২০০ টাকা দেওয়া হয়। এই টাকা সাধারণ ক্যাটাগরির মহিলা থেকে এসসি/ এসটি সকলেই পান। এর আগে ৫০০ এবং ১০০০ টাকা দেওয়া হত।

নতুন নিয়ম না মেনে চললে বন্ধ হয়ে যেতে পারে টাকা ?

চলতি বছরের ১২ জানুয়ারি রাজ্য বাজেট পেশ করার পর রাজ্যের মহিলারা ভেবেছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হবে কিন্তু সেটি হয়নি। আগের লোকসভা ভোটে এই প্রকল্পের টাকা বাড়িয়ে জিতেছিল রাজ্য সরকার। এবার দেখা যাক ২০২৬ সালের বিধানসভা ভোট এই টাকা বাড়ানো হবে কিনা।

দেওয়া হল নতুন শর্ত

রাজ্য সরকার কিছুদিন আগেই জানিয়ে দিয়েছে কিছু নিয়মের কথা যেগুলো না মানলে এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। চলুন জেনে নিই সেই শর্তগুলো কী কী যেগুলো না জেনে থাকলে পরে বিপদে পড়তে হবে আপনাকে। কারণ বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী করে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য। শুধু তাই নয় এরসঙ্গে আরো অনেক সুবিধাও দেওয়া হতে পারে আপনাদের।

রাজ্যে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা, কারা পাবেন দেখেনিন এখনই।

এরজন্য আপনার বয়স হিতে হবে ২৫-৬০ বছরের মধ্যে ও থাকতে হবে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ নিজের নামেই অ্যাকাউন্ট থাকতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট হলে চলবে না। এছাড়াও আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর লিংক থাকতেই হবে।

এগুলো মেনে (Lakshmir Bhandar Scheme) চললেই টাকা পেয়ে যাবেন অনায়াসেই। যদি এগুলোর কোনটা করা না থাকলে তাড়াতাড়ি সেটি সম্পূর্ণ করে ফেলতে হবে নাহলে কিন্তু আপনি আপনার টাকাটা পাবেন না।

মার্চের শুরুতে বেড়ে গেল LPG গ্যাসের দাম! জানুন আজকে গ্যাসের কতো দাম?