মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বড় আপডেট। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2026) অ্যাডমিট কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। কবে স্কুলে আসবে অ্যাডমিট কার্ড, ছাত্রছাত্রীরা ঠিক কবে হাতে পাবে, আর কোনো ভুল থাকলে কীভাবে সংশোধন হবে—সব তথ্য একেবারে সহজ ভাষায় তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
WBBSE Madhyamik Exam Admit Card 2026 – গুরুত্বপূর্ণ ঘোষণা
পর্ষদের ৬ জানুয়ারি ২০২৬-এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী—
- ২০ জানুয়ারি ২০২৬ (সোমবার) থেকে সংশ্লিষ্ট ক্যাম্প অফিসে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে।
- স্কুলের প্রধান শিক্ষক / অনুমোদিত প্রতিনিধি নির্ধারিত সময়ে ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন।
- এরপর ২১–২২ জানুয়ারির মধ্যেই ছাত্রছাত্রীরা নিজ নিজ স্কুল থেকে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে।
স্কুল কর্তৃপক্ষ নোটিশ জারি করে নির্দিষ্ট দিন ও সময় জানিয়ে দেবে।
Madhyamik Admit Card 2026 – গুরুত্বপূর্ণ তারিখ (এক নজরে)
| ইভেন্ট | তারিখ |
| পর্ষদের ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড বিতরণ | ২০ জানুয়ারি ২০২৬ |
| সময় | সকাল ১১টা – বিকেল ৫টা |
| স্কুল থেকে ছাত্রছাত্রীদের বিতরণ | ২১–২২ জানুয়ারি ২০২৬ |
| সময় | স্কুল নোটিশ অনুযায়ী |
অ্যাডমিট কার্ড নিতে গেলে কী লাগবে ?
অ্যাডমিট কার্ড সংগ্রহের দিন ছাত্রছাত্রীদের অবশ্যই—
- রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে
- স্কুলে অ্যাডমিট কার্ড বুঝে পেয়ে স্বাক্ষর করতে হবে
- কোনো অস্পষ্টতা থাকলে সঙ্গে সঙ্গে শিক্ষকদের জানাতে হবে
অ্যাডমিট কার্ডে ভুল থাকলে কী করবেন ?
অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর খুব ভালো করে যাচাই করা জরুরি—
✔ নামের বানান
✔ জন্ম তারিখ
✔ বিষয় (Subjects)
✔ রোল / রেজিস্ট্রেশন নম্বর
যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে—
- নিজে কোথাও না গিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে
- স্কুলের মাধ্যমেই সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে লিখিত আবেদন করা হবে
- পর্ষদ নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হবে
- তাই দেরি না করে অ্যাডমিট কার্ড পাওয়ার দিনই সব তথ্য মিলিয়ে নাও।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
- অ্যাডমিট কার্ড হারালে বড় সমস্যা হতে পারে—যত্নে রাখো
- পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ছাড়া হলে ঢোকা যাবে না
- স্কুলের নোটিশ ও শিক্ষকদের নির্দেশ অবশ্যই ফলো করো
উপসংহার
মাধ্যমিক পরীক্ষা জীবনের একটি বড় ধাপ। তাই অ্যাডমিট কার্ড সংক্রান্ত এই আপডেটটি প্রতিটি পরীক্ষার্থী ও অভিভাবকের জানা অত্যন্ত জরুরি। নির্ধারিত সময়ে স্কুলে যোগাযোগ রাখো এবং কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে স্কুলকে জানাও।
এমন আরও শিক্ষাসংক্রান্ত আপডেট পেতে আমাদের সাইট ফলো করো ও পোস্টটি শেয়ার করো।