Mid Day Meal Office Job 2024 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। যে সমস্ত চাকরি প্রার্থীরা জেলার প্রশাসনিক দপ্তরে চাকরির খবরের জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য বিশেষ সুযোগ। পশ্চিমবঙ্গের একটি জেলা ডিএম অফিসের তরফ থেকে মিড ডে মিল বিভাগের কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তবে এখানে সবাই আবেদন করতে পারবে এরকম নয় এখানে শুধুমাত্র রিটায়ার্ড কর্মচারীরা আবেদন করতে পারবে।
এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | DM Office (Mid-Day Meal Section Chinsurah Hooghly) |
পদের নাম | Assistant Accountant |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
শেষ তারিখ | ০১/০২/২০২৪ |
নতুন চাকরির খবর – জেলায় DM অফিসে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১২,০০০/- টাকা
পদের নাম ও শূন্যপদ (Mid Day Meal Office Job 2024)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Assistant Accountant।
২) এখানে মোট ০৭ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৬৫ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।
২) এখানে যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১১,০০০/-টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Mid Day Meal Office Job 2024)
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে অর্থাৎ সবাই আবেদন করতে পারবে না। এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
hooghly.nic.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন (Mid Day Meal Office Job 2024) করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে যে তিন নম্বর পাতায় আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে।
এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১০-০১-২০২৪ |
ইন্টারভিউ তারিখ | ০১/০২/২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | hooghly.nic.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
নতুন চাকরির খবর –রাজ্যর স্কুলে কর্মী নিয়োগ, পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য