NHAI Deputy Manager Recruitment 2026: ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদে কর্মী নিয়োগ, মোটা বেতনের চাকরি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NHAI Deputy Manager Recruitment 2026: সমস্ত ইঞ্জিনিয়ারিং চাকরি প্রার্থীদের জন্য এলো বড় সুখবর। National Highways Authority of India (NHAI)–এর তরফে Deputy Manager (Technical) পদে মোট ৪০ জন কর্মী নিয়োগ করা হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য।

নিয়োগ সংস্থাNational Highways Authority of India (সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক, ভারত সরকার)
পদের নামDeputy Manager
মোট শূন্যপদ৪০টি   
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ০৯-০২-২০২৬  

পদের নাম ও শূন্যপদ

পদের নাম: ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল)
মোট শূন্যপদ: ৪০টি

ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ:

  • UR: ২০
  • SC: ০৫
  • ST: ০২
  • OBC (NCL): ০৯
  • EWS: ০৪

PwBD প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত

বয়স সীমা ও বেতন

বয়স সীমা:

  • সর্বোচ্চ ৩০ বছর
  • সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC/PwBD/Ex-Serviceman প্রার্থীদের বয়সে ছাড় প্রযোজ্য

বেতন:

  • Pay Level-10 (7th CPC)
  • ₹৫৬,১০০ – ₹১,৭৭,৫০০ + Central Dearness Allowance (CDA)

শিক্ষাগত যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে Civil Engineering-এ Bachelor’s Degree
  • GATE 2025 (Civil Engineering)–এর বৈধ স্কোর থাকতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

  • অফিসিয়াল ওয়েবসাইট: nhai.gov.in
  • NHAI কর্তৃক সরাসরি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।

নিয়োগ প্রক্রিয়া

  • GATE 2025 স্কোরের ভিত্তিতে নির্বাচন।
  • প্রয়োজন হলে শর্টলিস্টিং / ইন্টারভিউ হতে পারে।
  • সমান স্কোর হলে জন্মতারিখ অনুযায়ী মেধা তালিকা।

সার্ভিস বন্ড (Service Bond)

  • নির্বাচিত প্রার্থীদের ৩ বছর NHAI-তে কাজ করা বাধ্যতামূলক
  • যোগদানের সময় ₹৫ লক্ষ টাকার Service Bond সই করতে হবে।
  • ৩ বছরের আগে চাকরি ছাড়লে বা অসদাচরণের কারণে চাকরি বাতিল হলে ₹৫ লক্ষ টাকা দিতে হবে
  • অন্য কোনো সরকারি সংস্থার বন্ড এখানে ট্রান্সফার করা যাবে না।

চাকরির স্থান (Posting)

  • এটি একটি All India Service Liability
    👉 অর্থাৎ ভারতের যেকোনো রাজ্য বা অঞ্চলে পোস্টিং হতে পারে।
  • যারা সারা ভারতে কাজ করতে রাজি, তারাই আবেদন করবেন।

PwBD প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

  • কমপক্ষে ৪০% প্রতিবন্ধকতার বৈধ সার্টিফিকেট থাকতে হবে।
  • উপযুক্ত PwBD ক্যাটাগরি থাকলেই আবেদন করা যাবে।
  • পোস্টটি PwBD প্রার্থীদের জন্য Suitable হিসেবে চিহ্নিত

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • একাধিক আবেদন করলে শেষ আবেদনটিই গ্রহণযোগ্য হবে
  • আবেদন জমা দেওয়ার পর ক্যান্ডিডেচার প্রত্যাহার করা যাবে না
  • ভুল / মিথ্যা তথ্য দিলে আবেদন বাতিল হবে
  • কোনো রকম তদবির বা প্রভাব খাটালে সরাসরি অযোগ্য ঘোষণা করা হবে

Corrigendum / Update কোথায় দেখবেন ?

  • ভবিষ্যতে কোনো সংশোধনী / আপডেট / বাতিল নোটিস এলে
    👉 শুধুমাত্র NHAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হবে,
    👉 তাই নিয়মিত ওয়েবসাইট চেক করা খুব জরুরি,

কারা আবেদন করতে উৎসাহিত ?

  • SC / ST / OBC-NCL / EWS,
  • মহিলা প্রার্থী,
  • Ex-Serviceman,
  • PwBD প্রার্থী,

আবেদন করতে যে যে ডকুমেন্ট লাগবে

  1. পাসপোর্ট সাইজ রঙিন ছবি,
  2. স্বাক্ষর (Signature),
  3. Class 10 সার্টিফিকেট (DOB প্রমাণ),
  4. Civil Engineering ডিগ্রি / প্রভিশনাল সার্টিফিকেট,
  5. GATE 2025 score Card,
  6. Caste / Category Certificate (যদি প্রযোজ্য),
  7. PwBD / Ex-Serviceman সার্টিফিকেট (যদি প্রযোজ্য),

কীভাবে আবেদন করতে হবে ?

  1. nhai.gov.in ওয়েবসাইটে যান,
  2. About Us Recruitment Vacancies Current,
  3. Deputy Manager (Technical) বিজ্ঞপ্তিতে ক্লিক করুন,
  4. Online Application ফর্ম পূরণ করুন,
  5. সব ডকুমেন্ট আপলোড করে Submit করুন,
  6. সাবমিটের পর Application Acknowledgement সংরক্ষণ করুন,

আবেদন শুধুমাত্র অনলাইনেই করা যাবে,

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু: ০৯ জানুয়ারি ২০২৬ (সকাল ১০টা),
  • আবেদনের শেষ তারিখ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ (সন্ধ্যা ৬টা),

🔗প্রয়োজনীয় লিঙ্ক । নিয়োগ সেকশন: About Us → Recruitment → Vacancies

🌐 অফিশিয়াল ওয়েবসাইটClick Here
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

রেলে নতুন করে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ২০,০০০/- টাকা।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com