সরকারি দপ্তরে আর লাইনে দাঁড়াতে হবে না, এবার নতুন সিদ্ধান্তে সবাই হবে খুশি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকাল ডিজিটাল যুগ। অনলাইনে শপিং থেকে ইলেক্ট্রিসিটি বিল সবই এখন হচ্ছে অনালাইনে। এতে অনেকেরই টাকা ও সময় বেঁচে যাচ্ছে। এবার অনলাইনে পাওয়া যাবে জমি ও বাড়ির দলিল সার্টিফাইড কপি।

রাজ্য সরকার এই কথাটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। এবার থেকে আর আপনাকে অফিসে গিয়ে লাইন দিতে হবে না (No More Waiting) অনেকক্ষণ ধরে, বাড়িতেই পেয়ে যাবেন এই দলিলের সার্টিফাইড কপি।

বন্ধ হবে দালালদের ক্ষমতা ?

আমরা কমবেশি অনেকেই রেজিস্ট্রি অফিসে জমি ও বাড়ির সার্টিফাইড কপি নিতে দালালদের খপ্পরে পড়তে হয়েছে। জারজন্য আমাদের ২০০ থেকে ১০০০ টাকার উপর এক্সট্রা ফি দিতে হয়েছে। এবার সেই দালালচক্রকেই শেষ করতে চলেছে সরকার।

রাজ্য সরকারের নতুন নিয়ম মতে আপনি অনলাইনে জমি ও বাড়ির দলিলের সার্টিফাইড কপি পেয়ে যাবেন। আর আপনাকে কষ্ট করে যেতে হবেনা রেজিস্ট্রি অফিসে।

এই পরিষেবাটি কোথায় কোথায় পাওয়া যাবে?

আপনি যদি এই পরিষেবা পেতে চান তাহলে আপনাকে রাজ্য সরকারের ই-ডিসট্রিক্ট পোর্টাল এবং রেজিস্ট্রি ডিরেক্টর অফিশিয়াল পোর্টালে যেতে হবে। আপনি যেকোনো ডিভাইস থেকেই আপনার জমির অথবা বাড়ির সার্টিফাইড কপি ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনি অনলাইনে ডাউনলোড করতে না পারেন তাহলে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে ডাউনলোড করতে পারবেন।

এই নতুন নিয়মে কী কী সুবিধা পাবেন সাধারণ মানুষেরা ?

এই নতুন নিয়মে কী কী সুবিধা পাবেন মানুষরা চলুন জেনে নিই:-

১) এই নতুন নিয়মের জন্য আর আপনাকে সময় নষ্ট করে রেজিস্ট্রি অফিসে যেতে হবেনা।
২) এছাড়াও দালালদের চক্করে আর পড়তে হবেনা আপনাকে। অর্থাৎ শুধুমাত্র সরকারের ঠিক করে দেওয়া চার্জটিই দিতে হবে, এক্সট্রা ফি দিতে হবেনা।
৩) শুধু তাই নয় আবেদন সাবমিট হয়ে গেলে সেটির স্ট্যাটাস ট্রাক করা যাবে। তাই এখানে ওখানে ছুটতে হবেনা।
৪) আপনি নিজের ইচ্ছে মতো নির্দিষ্ট ওয়েবসাইট থেকেই জমি ও বাড়ির সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন।

ডিজিটাল ব্যবস্থাকে আরো একটি ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে সরকার সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য সরকার অনেক সরকারি পরিষেবাকে ডিজিটালে পরিণত করেছে।

এবার এই সার্টিফাইড কপি অনলাইনে উপলব্ধ হলে যেমন সাধারণ মানুষের উপকার হবে তেমন সরকারি কর্মীদের কাজও অনেকটা কমে আসবে। তাই মনে করা হচ্ছে দালালদের চক্রও শেষ হবে এই সিদ্ধান্তের জন্য। সুতরাং সরকারের এই সিদ্ধান্ত সকলের জন্যই খুব লাভদায়ক হতে চলেছে ।

বেকারদের জন্য দারুণ সুযোগ, এই ট্রেনিং করলে দেওয়া হবে চাকরি ও সাথে থাকছে মোটা বেতন

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com