এখন থেকে আর রেশন কার্ড (Ration Card) থাকা ব্যক্তিদের রেশন দেওয়া হবে না। এখন থেকে থাকতে হবে আয়ের প্রমাণ। এই নতুন সিদ্ধান্তটি সাধারণত গরীব মানুষদের জন্যই নেওয়া হয়েছে। কারণ অনেক ধনী ব্যক্তিরাই রেশন কার্ড বানিয়ে ফ্রিতে রেশন নিয়ে থাকেন। এতে অনেক গরীব মানুষরা ঠকে যায়।
তাই তারা আর রেশন পাবেন না। সরকার খুব তাড়াতাড়ি রেশন কার্ড যাচাই করা শুরু করবে। এটি যাচাই করার পরই আয়কর বিভাগ ঠিক করে দেবে যে কোন কোন ব্যক্তিরা রেশন কার্ডের সুবিধা পাবেন।
মূলত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ব্যক্তিদের রেশন তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এটি করা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হল সবার রেশন কার্ড কি বাতিল হয়ে যাবে? সরকার কীভাবে যাচাই প্রক্রিয়া করবেন?
কীসের উদ্দেশ্যে সরকারের এই পদক্ষেপ ?
করোনার সময় দেশে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা চালু করেছিল। এই যোজনায় গরীব মানুষদের বিনামূল্যে চাল ও গম দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার জানতে পেরেছে যে এই যোজনার লাভ ধনী ব্যক্তিরা উঠাচ্ছে।
যার ফলে গরীব মানুষদের ক্ষতি হচ্ছে। তাই শুধুমাত্র গরীবদের এই সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিয়ে এসেছে সরকার
বিনামুল্যে ২০ জিবি ডেটা জিও ব্যবহার কারীদের জন্য এই প্ল্যানে মিলছে
এই যোজনার সুবিধা কারা কারা পাচ্ছে ?
• এই যোজনার সুবিধা তারাই পাবেন যাদের বার্ষিক আয় ১২ লাখ টাকার কম।
• যারা যারা আয়কর দিচ্ছেন তারাও পাবেন না এই যোজনার সুবিধা।
• এছাড়া যাদের বড় বড় বিলাসবহুল বাড়ি ও অনেক সম্পদ রয়েছে তাদের কার্ড বাতিল করে দেবে সরকার।
কী ভাবে যাচাই করবে সরকার ?
এটির যাচাই করবে কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগ ও খাদ্য দপ্তর। কিছুদিন আগেই রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার কার্ড লিংক করতে বলা হয়েছিল।
আয়কর বিভাগও তথ্য দেবে যে কোন কোন ব্যক্তি কর দিচ্ছে ও তাদের বার্ষিক আয় কত।
সরকারের এই পদক্ষেপে কী বদল আসবে ?
কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য ২ লাখ ৩ হাজার টাকা বরাদ্দ করে রাখে। সরকার এই প্রকল্পের বরাদ্দ টাকা কমাতে চাইছে কারণ বিনামূল্যে খাদ্য শস্য বিতরণ কমিয়ে দিলে পণ্যের মাত্রা আরো বাড়বে ও যোগ্য মানুষেরা পণ্য পাবেন। যদিও এতে অনেকেই এই সুবিধা আর পাবেন না।
এই বিষয় নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিবাদ হতে পারে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকে। এবার এটি নিয়েই হতে পারে বিবাদ। আমাদের রাজ্য ছাড়া অন্যান্য অনেক রাজ্যও এই বিষয় নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে কোন আলোচনা করেনি।
কিন্তু রাজ্য সরকার জানিয়েছে এইঅচলাবস্থা যাছাই প্রক্রিয়ায় কোনরকমের ভুল হলে গরীব মানুষরাও রেশনের সুবিধা পাবেন না। এতে রাজনৈতিক ও সামাজিক প্রভাব পড়তে পারে।
তবে কি আপনার রেশন কার্ডও (Ration Card) বাতিল হয়ে যাবে ?
আপনি যদি জানতে চান আপনার রেশন কার্ড বাতিল হবে কিনা তাহলে আপনাকে সরকারি ওয়েবসাইটে লগ ইন করতে হবে ও রেশন কার্ডের তথ্য যাচাই করে নিতে হবে।
এক্ষেত্রে আপনার যদি আয়কর রিটার্ন ফাইল করা থাকে তাহলেও কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড। শুধু তাই নয় আপনি চাইলে অফিসে গিয়েও রেশন কার্ডের অবস্থা জানতে পারবেন।
রাজ্য সরকারের এই প্রকল্পে ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা করল, জানুন কীভাবে করা যাবে আবেদন ?