PGCIL Recruitment 2025 – চাকরির বাজারে বড় সুযোগ। Power Grid Corporation of India Limited (PGCIL) এর তরফ থেকে একাধিক পরে পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? বয়স সীমা কি থাকছে ? মাসিক বেতন কত হবে ? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
| নিয়োগ সংস্থা | Power Grid Corporation of India Limited (PGCIL) |
| পদের নাম | Apprentice |
| মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
| আবেদন মাধ্যম | অনলাইনে |
| আবেদনের শেষ তারিখ | ০৬-১০-২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Apprentice। ITI-Electrician, Diploma (Electrical) Diploma, Diploma (Civil), Graduate (Electrical), Graduate (Civil), HR Executive, CSR Executive, LAW Executive, PR Assistant, Graduate (Computer Science) , Graduate (Electronics/ Telecom), Diploma (Office Management) Diploma, Business Development Executive, Library Professional B.LIS
২) এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তার শূন্যপদ হচ্ছে ১১৪৯।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ৩২ বছর থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
২) উল্লেখ উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৩,৫০০ থেকে ১৭,৫০০/- টাকার মধ্যে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে যেহেতু অনেকগুলো Apprentice পদ আছে প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সে ক্ষেত্রে সংস্থার বিজ্ঞপ্তি ডাউনলোড করে কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগছে দেখে বুঝে তবে আবেদন করতে পারে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
powergridindia.com পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (PGCIL Recruitment 2025)
এখানে প্রার্থীদের শর্টলিস্টিং,ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন মুল্য কি লাগছে ?
এখানে কোনো আবেদন মূল্য লাগছে না বিনামূল্যে প্রার্থীরা আবেদন করতে পারবে।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান,
কি ভাবে আবেদন করতে হবে ?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ : ০৬-১০-২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক
| 🌐 অফিশিয়াল ওয়েবসাইট | powergridindia.com |
| 📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
| Apply Online | Click Here |
| Registration for ITI Apprentice Posts | Click Here |
| Registration for Diploma & Graduate Apprentice Posts | Click Here |
| More Details | Click Here |
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।