Exam Warriors – নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবার থেকে চালু হবে “পরীক্ষা পে চর্চা” কর্মসূচি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবার থেকে চালু হবে “পরীক্ষা পে চর্চা” কর্মসূচি, তোড়জোড় শুরু কেন্দ্র ও রাজ্য সরকারের

চালু হবে “পরীক্ষা পে চর্চা” কর্মসূচি, মানুষের জীবনে পরীক্ষার কোনো বিকল্প নেই। আর যেকোনো পরীক্ষাতে সুফল লাভের জন্য দরকার কঠোর পরিশ্রম ও দৃঢ় অধ্যবসায়। তবে যথাযথ পরামর্শ যেকোনো পরীক্ষার প্রস্তুতিপর্বকে করে তোলে সহজসাধ্য। কেন্দ্রীয় সরকার এবার তার ব্যবস্থা-ই করতে চলেছেন। অতএব উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক থেকে শুরু করে সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য রইল সুখবর।

আগামী ২৭শে জানুয়ারি থেকে চালু হতে চলেছে বিজেপি পরিচালিত “পরীক্ষা পে চর্চা” প্রজেক্টটি। এই প্রজেক্টে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ৫০০ জন পড়ুয়া সামিল হতে পারবে। তবে এর বেশি হলেও চলবে।২০১৮ সালে  এই প্রজেক্টটি প্রাথমিকভাবে শুরু হলেও ২০২৩ সালে এটি পূর্ণতা অর্জন করবে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তারা।

Currency Note – নোটের উপরে অযথা কিছু লিখলে,সেই নোট কি আর বাজারে চলবে না? কি বলছে সরকার।

সমগ্ৰ কর্মসূচিটি সম্পন্ন করা হবে ভার্চুয়াল মাধ্যমে। ঐ দিন বেলা ১১টায় ভার্চুয়াল মোডে প্রধানমন্ত্রী মোদী মূলত পড়ুয়াদের পরীক্ষা সংক্রান্ত নানান পরামর্শ দান করবেন। তবে এটি শুধু পড়ুয়াদের জন্যই নয়, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের জন্যও। পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে সাংসদ,বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিদের।

নরেন্দ্র মোদী-র “Exam Warriors” বইটিতে পরীক্ষার্থীদের পরীক্ষাভীতি কমানোর কথা বলা হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে পরীক্ষার সময় অভিভাবক ও পরীক্ষার্থীদের করণীয় বিষয়সমূহ। দেশের আপামর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেছেন ২৮টি মন্ত্রের কথা। এছাড়া অভিভাবকদের জন্য রয়েছে ৬টি মন্ত্রের কথা।

আগামী ২০ জানুয়ারি,রাজ্যস্তরের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ভার্চুয়াল মোডে একটি অঙ্কন ও কলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানেই “পরীক্ষা পে চর্চা” কর্মসূচি সম্পর্কে জনগণকে অগ্ৰিম জানানো হবে। সরকারি-বেসরকারি উভয় স্কুলেই বড় স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে এই কর্মসূচি সম্প্রচারের জন্য।

Income Tax – করদাতাদের জন্য সুখবর,আর দিতে হবে না ইনকাম ট্যাক্স।

তবে সরকারি স্কুলগুলিতে যথেষ্ট পরিকাঠামো না থাকায় কেন্দ্র সরকারের আস্থা কেবল বেসরকারি স্কুলগুলির ওপর। পাশাপাশি শহর থেকে শুরু করে জেলাতেও এর জন্য পূর্বপ্রস্তুতি চলছে। কর্মসূচিটি যথার্থরূপে সম্পাদনের জন্য কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে রাজ্য ও জেলা স্তরে কমিটি (৩জন) গঠন করা হয়েছে।

এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর “Exam Warriors” বইটি বিলি করা হবে বলে জানানো হয়েছে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.

Leave a Comment