PNB Bank Officer Recruitment 2025 – চাকরির বাজারে বড় সুযোগ। বেকারত্বের দিন শেষ। পাঞ্জাব ব্যাঙ্কে তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা Online মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? বয়স সীমা কি থাকছে ? মাসিক বেতন কত হবে ? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
| নিয়োগ সংস্থা | Punjab Bank |
| পদের নাম | Local Bank Officer |
| মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
| আবেদন মাধ্যম | Online |
| আবেদনের শেষ তারিখ | ২৩-১১-২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Local Bank Officer।
২) এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তার শূন্যপদ হচ্ছে ৭৫০।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
২) উল্লেখ উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে 48,480 টাকা থেকে সর্বোচ্চ 85,920 টাকা পর্যন্ত প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে তার সাথে পশ্চিমবঙ্গের প্রার্থীদের বাংলা ভাষা লেখা, পড়া ও বলার দক্ষতা থাকতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত ভালো ভাবে দেখুন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
pnb.bank.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া PNB Bank Officer Selection Process
এখানে প্রার্থীদের অনেকগুলি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে যেমন অনলাইন পরীক্ষা হবে এরপরে স্ক্রিনিং টেস্ট হবে পরবর্তী সময়ে ভাষার উপরে পরীক্ষা ও সর্বশেষ পারসোনাল ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।
পরীক্ষা সেন্টার (PNB Bank Officer Recruitment 2025)
পশ্চিমবঙ্গের আবেদনকারীদের জন্য পরীক্ষা সেন্টার থাকবে – Asansol, Bardhman, Durgapur, Kalyani, Kolkata, Siliguri ও Howrah।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড,
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য,
আবেদনমূল্য কি লাগছে ?
এখানে পাঠিয়ে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী SC/ST/PwBD প্রার্থীদের 59 টাকা। অন্যদিকে OBC/GEN প্রার্থীদের আবেদন ফি 1180 টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে।
কি ভাবে আবেদন করতে হবে ?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ : ২৩-১১-২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক
| 🌐 অফিশিয়াল ওয়েবসাইট | pnb.bank.in |
| 📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।