PNB Recruitment 2025 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অফলাইনে এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক |
পদের নাম | কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, অফিস সহকারী |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২৪/০১/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, অফিস সহকারী।
২) এখানে মোট শূন্যপদ ০৯ টি।
বয়স সীমা ও বেতন (PNB Recruitment 2025)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ২৮মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
২) যদি আপনারা এই পদ গুলোতে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন শুরু হচ্ছে প্রতিমাসে ১৯,৫০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৪,৪৮০/- টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা
যেহেতু এখানে অনেকগুলি শূন্য পদ আছে প্রত্যেক শুন্য পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে তার বিস্তারিত আলোচনা করা হলো :-
কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট – এই পদে আবেদন করার জন্য অতি অবশ্যই যে কোন স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের জাতীয় বা আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় রাজ্য বা দেশের প্রতিনিধিত্ব / আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব / স্কুল গেমগুলিতে রাজ্য স্কুল দলগুলির প্রতিনিধিত্ব করছেন / জাতীয় শারীরিক দক্ষতা ড্রাইভের অধীনে শারীরিক দক্ষতায় জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন তারাই আবেদন করতে পারবেন।
অফিস সহকারী – এই পদে আবেদন করার জন্য আবেদন কারীকে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। এছাড়া আবেদন কারীদের জাতীয় বা আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় রাজ্য বা দেশের প্রতিনিধিত্ব / আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে একটি (PNB Recruitment 2025) বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব / স্কুল গেমগুলিতে রাজ্য স্কুল দলগুলির প্রতিনিধিত্ব / জাতীয় শারীরিক দক্ষতা ড্রাইভের অধীনে শারীরিক দক্ষতায় জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন তারাই আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.pnbindia.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
২) আধার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) পাসপোর্ট সাইজের ছবি।
৫) কাজের অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি স্পোর্টস পারফরম্যান্স/ফিল্ড ট্রায়াল এবং সাক্ষাত্কারের এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদনের ঠিকানা (PNB Recruitment 2025)
The Chief Manager (Recruitment Section), Human Resources Division, Punjab National Bank, Corporate Office, 1st Floor, West Wing, Plot No. 4, Sector 10, Dwarka, New Delhi – 110075
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | … |
আবেদনের শেষ তারিখ | ২৪-০১-২০২৫ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
রেলে টিকিট সেলার কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে যোগ্যতায় চাকরি।
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।