PSC Clerkship Practice Set 05 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০৫ (PSC Clerkship Practice Set 05)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
PSC Clerkship Practice Set 05
১) গুপ্তযুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন?
[A] বিশক দত্ত।
[B] কালিদাস
[C] ভবভূতি
[D] ভাড়বি
Answer – ভবভূতি
২) সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন?
[A] হরিসেন
[B] শুদ্রক
[C] ইসুবন্ধু
[D] ভবভূতি
Answer – হরিসেন
৩) শকাব্দের প্রবর্তক কে?
[A] রুদ্র মন
[B] অশোক
[C] বিক্রমাদিত্য
[D] কনিষ্ক
Answer – কনিষ্ক
FOOD SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৪) হর্ষবর্ধনের রাজত্ব সময় সাময়িক বাংলার রাজা কে ছিলেন?
[A] ধর্মপাল
[B] লক্ষণ সেন
[C] শশাঙ্ক
[D] ভাস্কর বর্মন
Answer – শশাঙ্ক
PSC Clerkship Practice Set 05
৫) ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরি কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন?
[A] অশোক
[B] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[C] সমুদ্র গুপ্ত
[D] বিস্মিসার
Answer – দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৬) কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল?
[A] চন্দ্রগুপ্ত মৌর্য
[B] হর্ষবর্ধন
[C] অশোক
[D] চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
Answer – চন্দ্রগুপ্ত মৌর্য
৭) কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন?
[A] ফা হিয়েন
[B] সেলুকাস
[C] মেগাস্থিনিস
[D] মিনান্দার
Answer – মেগাস্থিনিস
৮) আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন?
[A] ১০১৮ খ্রিস্টাব্দে
[B] ১০০১ খ্রিস্টাব্দে
[C] ৭৬০ খ্রিস্টাব্দে
[D] ৭১২ খ্রিস্টাব্দে
Answer – ৭১২ খ্রিস্টাব্দে
PSC Clerkship Practice All Set 2023 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৯) সম্রাট অশোকের সাম্রাজ্যে নিজের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না?
[A] তক্ষশীলা
[B] মাদ্রাজ
[C] কনৌজ
[D] কাশ্মীর
Answer – মাদ্রাজ
PSC Clerkship Practice Set 05
১০) সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন?
[A] হর্ষবর্ধন
[B] বানভট্ট
[C] কালিদাস
[D] শ্রীহর্স
Answer – হর্ষবর্ধন
নতুন চাকরির খবর – Click Here