PSC Clerkship Practice Set 16 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৬, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 16 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১ (PSC Clerkship Practice Set 16)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 16

১) কোন দেশে ভারতের পরবর্তী হাইকমিশনার পদে নিযুক্ত হলেন প্রভাত কুমার?

[A] নিউজিল্যান্ড

[B] কেনিয়া

[C] সাউথ কোরিয়া

[D] সাউথ আফ্রিকা

Answer – সাউথ আফ্রিকা

২) ‘Yugi Yugeen Bharat’ নামে বিশ্বের বৃহত্তম মিউজিয়াম তৈরি করা হচ্ছে কোথায় ?

[A] মুম্বাই

[B] দিল্লি

[C] বেঙ্গালুরু

[D] কলকাতা

Answer – দিল্লি

৩) ভারতের প্রথম অনলাইন গেমিং একাডেমি চালু করবে কোন রাজ্য?

[A] তামিলনাডু

[B] কর্ণাটক

[C] তেলেঙ্গানা

[D] মধ্যপ্রদেশ

Answer – মধ্যপ্রদেশ

৪) Junior Asian Judo Championship 2023- এ সোনা জিতল কোন রাজ্যের অস্মিতা দে ?

[A] আসাম

[B] ত্রিপুরা

[C] পশ্চিমবঙ্গ

[D] ওড়িশা

Answer – ত্রিপুরা

PSC Clerkship Practice Set 16

৫) ‘Jurirer 3’ নামে বিশ্বের বৃহত্তম কমার্শিয়াল কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করলো কে?

[A] Blue origin

[B] Pixxel

[C] SpaceX

[D] ISRO

Answer – SpaceX

৬) কোথায় ALL INDIA EDUCATION SUMMIT এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?

[A] দিল্লি

[B] মুম্বাই

[C] ভোপাল

[D] চেন্নাই

Answer – দিল্লি

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৭) ৭৫টি জেলায় ‘Bal Shramik Vidya Yojana’ লঞ্চ করল কোন সরকার ?

[A] বিহার

[B] উত্তর প্রদেশ

[C] সিকিম

[D] ঝাড়খন্ড

Answer – উত্তর প্রদেশ

৮) India International furniture fare 2023 অনুষ্ঠিত হবে কোথায় ?

[A] গোরখপুর

[B] কানপুর

[C] নয়ডা

[D] জয়পুর

Answer – নয়ডা

৯) ‘Doctor Aapke Gaon Mein’ ইনিশিয়েটিভ লঞ্চ করা হলো কোথায় ?

[A] হিমাচল প্রদেশ

[B] লাদাখ

[C] রাজস্থান

[D] জম্মু কাশ্মীর

Answer – জম্মু-কাশ্মীর

PSC Clerkship Practice Set 16

১০) Dr APJ Abdul Kalam: memories never die শিরোনামে বই লিখলেন কে ?

[A] ওয়াই. এস. রাজন

[B] নাজেমা মারাইকযার

[C] কেউই নন

[D] উভয়

Answer – নাজেমা মারাইকযার এবং ওয়াই. এস. রাজন

নতুন চাকরির খবর – Click Here