PSC Clerkship Practice Set 21 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২১, বাছাই করা ১০টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 21 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 21 (PSC Clerkship Practice Set ২১)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 21

১) নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিলেন?

[A] চোল

[B] রাষ্ট্রকূট

[C] পল্লব

[D] চালুক্য

Answer -পল্লব

২) কে প্রথম ঘোড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা করেন?

[A] সুলতান রিজিয়া

[B] আলাউদ্দিন খিলজী

[C] শেরশাহ

[D] মহম্মদ বিন তুঘলক

Answer -শেরশাহ 

৩) ভারতের কোন শাসক ওমর শেখ মির্জার পুত্র?

[A]আলাউদ্দিন খিলজী

[B] শেরশাহ

[C] বাবোর

[D] কুতুবউদ্দিন আইবক

Answer -বাবোর

৪) নিচের কোনটির সাথে আকবরের নাম জড়িত?

[A] কুতুবমিনার নির্মাণ

[B] তাজমহল নির্মাণ 

[C]ণ আজমির শহর প্রতিষ্ঠা

[D] এলাহাবাদ শহর প্রতিষ্ঠা

Answer -এলাহাবাদ শহর প্রতিষ্ঠা 

PSC Clerkship Practice Set 21

৫) নিচের কোনটি মোহাম্মদ কুলি কুতুব শাহী নির্মাণ করেছিলেন?

[A] মোতি মসজিদ

[B] জামা মসজিদ

[C] চারমিনার

[D] আগ্রা দুর্গ

Answer -চারমিনার

৬) কিসের স্মারক চিত্র হিসাবে হায়দ্রাবাদ শহরে চারমিনার তোরণ প্রতিষ্ঠিত হয়েছিল?

[A] আলাউদ্দিন খিলজির দক্ষিণাত্যের সাম্রাজ্য বিস্তার

[B] ঔরঙ্গজেবের দক্ষিণাত্য বিজয়

[C] শহরের মারাত্মক প্লেগ রোগের অবসান

[D] মোগলদের সিন্ধুজয়

Answer -শহরের মারাত্মক প্লেগ রোগের অবসান

৭) Para Athletics World Championships 2023-এ ভারতের নিদাস কুমার কিসের মেডেল জিতলেন?

[A] সোনা

[B] রুপো

[C] ব্রোঞ্জ

[D] কোনোটিই নয়

Answer – রুপো

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) ভারতে প্রথম ৪টি রানওয়ে থাকা এয়ারপোর্ট হল কোনটি?

[A] কলকাতা

[B] দিল্লি

[C] মুম্বাই

[D] হায়দ্রাবাদ

Answer – দিল্লি এয়ারপোর্ট

PSC Clerkship Practice Set 21

 ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত

৯) আন্তর্জাতিক ক্রিকেট ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়া ক্রিকেটার হলেন কে?

[A] ভুবনেশ্বর কুমার 

[B] রবিচন্দ্রন অশ্বিন

[C] মোহাম্মদ শামি

[D] কেউই নন

Answer – রবিচন্দ্রন অশ্বিন

১০) ৩টি স্করপিয়ন সাবমেরিন তৈরির জন্য কোন দেশের সাথে MoU স্বাক্ষর করলো ভারত?

[A] জাপান

[B] ইজরায়েল

[C] ফ্রান্স

[D] স্পেন

Answer – ফ্রান্স

PSC Clerkship Practice All Set 2024Click Here

নতুন চাকরির খবর – Click Here