PSC Clerkship Practice Set 23 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২৩ (PSC Clerkship Practice Set 23)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
১) সম্প্রতি প্রয়াত পঙ্কজ উদাস কোন ঘরানার সংগীতের সাথে যুক্ত ছিলেন ?
[A] হিন্দুস্থানী
[B] ধ্রুপদ
[C] গজল
[D] ঠুমরী
Answer – গজল
২) টরোন্টোতে Goodfellow Classic PSA Challenger Tour Title জিতলেন কোন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় ?
[A] নিকিতা প্রধান
[B] অভয় সিং
[C] সৌরভ ঘোষাল
[D] রোহন বোপান্না
Answer – অভয় সিং
৩) World Bank’s GEF- এর প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
[A] কনিকা জৈন
[B] গীতা বাত্রা
[C] সন্ধ্যা প্যাটেল
[D] পূজা গর্গ
PSC Clerkship Practice Set 23
৪) Hockey India- এর CEO পদ থেকে পদত্যাগ করলেন কে ?
[A] ইলিনা নরম্যান
[B] সঞ্জয় কুমার
[C] কল্যাণ বেরা
[D] বিবেক মূর্তি
Answer – ইলিনা নরম্যান
৫) Paytm Payments Bank- এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কে ?
[A] সন্দীপ বক্সী
[B]রাজনিশ কুমার
[C] বিজয় শেখর শর্মা
[D] শশী শর্মা
Answer – বিজয় শেখর শর্মা
৬) ব্রিটিশ যুগের মুসলিম বিবাহ আইন বাতিল করল কোন রাজ্য ?
[A] মনিপুর
[B] নাগাল্যান্ড
[C] ত্রিপুরা
[D] আসাম
Answer – আসাম
৭) জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে ?
[A] ২৯ শে ফেব্রুয়ারি
[B] ২৮শে ফেব্রুয়ারি
[C] 27 শে ফেব্রুয়ারি
[D] কোনোটিই নয়
Answer – ২৮শে ফেব্রুয়ারি
PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৮) বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হলো কোথায় ?
[A] আলবেনিয়া
[B] জর্ডান
[C] আলজেরিয়া
[D] কাজাখস্তান
Answer – আলজেরিয়া
৯) কোথায় সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?
[A] রাংপো
[B] নামচি
[C] পেলিং
[D] গ্যাংটক
Answer – রাংপো
১০) সম্প্রতি প্রয়াত কুমার শাহানি কে ছিলেন ?
[A] রাজনীতিবিদ
[B] লেখক
[C] গণিতজ্ঞ
[D] ফিল্মমেকার
Answer – ফিল্মমেকার
PSC Clerkship Practice All Set 2024 | Click Here |
নতুন চাকরির খবর – Click Here