PSC Clerkship Practice Set 24 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২৪, বাছাই করা ১০টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 24 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২৪ (PSC Clerkship Practice Set 24)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

১) কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন Feleti Teo ?

[A] তুভালু

[B] সোমালিয়া

[C] লাসা

[D] ঘানা

Answer – তুভালু

২) পাকিস্তানের অধীনস্থ পশ্চিম পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন কে ?

[A] মাইমুনা খাতুন

[B] মারিয়াম নবাজ

[C] শিরিন সুলতানা

[D] কেউই নন

Answer – মারিয়াম নবাজ

৩) Archery Asia Cup 2024- এ ভারত মোট কয়টি মেডেল জিতলো ?

[A] ১৯

[B] ১০

[C] ২০

[D] ১৪

Answer – ১৪

৪) অর্থ পাচারের ‘Grey List’ থেকে বাদ পড়ল কোন দেশ ?

[A] সৌদি আরব

[B] UAE

[C] পাকিস্তান

[D] পানামা

Answer – সংযুক্ত আরব আমিরাত (UAE)

PSC Clerkship Practice Set 24

৫) NTPC- এর অপারেশন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?

[A] আর. মিত্তাল

[B] সুরেশ মৈত্র

[C] বিধান বর্মন

[D] রবীন্দ্র কুমার

Answer – রবীন্দ্র কুমার

৬) দক্ষিণ এশিয়ার বৃহত্তম Ammunition and Missiles Complex উদ্বোধন করা হলো কোথায় ?

[A] গুজরাট

[B] উত্তর প্রদেশ

[C] হরিয়ানা

[D] রাজস্থান

Answer – উত্তর প্রদেশ

৭) পশুদের জন্য “Vantara” নামে ন্যাশনাল ইনিশিয়েটিভ লঞ্চ করলে কোন কোম্পানি ?

[A] Tata

[B] Adani

[C] Reliance

[D] Infosys

Answer – Reliance

PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) কোন সালের মধ্যে ভারতে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করলেন নরেন্দ্র মোদি ?

[A] ২০৩০

[B] ২০৩৩

[C] ২০৩৫

[D] ২০৪০

Answer – ২০৩৫

৯) তামাক বিরোধী আইনকে বাতিল করতে চলেছে কোন দেশ ?

[A] ডেনমার্ক

[B] নিউজিল্যান্ড

[C] অস্ট্রিয়া

[D] সুইডেন

Answer – নিউজিল্যান্ড

১০) কোথায় দ্বিতীয় ISRO- র স্পেসপোর্ট উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?

[A] তামিলনাড়ু

[B] কেরালা

[C] গোয়া

[D] মহারাষ্ট্র

Answer – তামিলনাড়ু

PSC Clerkship Practice All Set 2024Click Here

নতুন চাকরির খবর – Click Here