PSC Clerkship Practice Set 25 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২৫, বাছাই করা ১০টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 25 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২৫ (PSC Clerkship Practice Set 25)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 25

১) বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উন্মোচন করা হলো কোথায় ?

[A] সাঁচি

[B] উজ্জয়িনী

[C] জয়পুর

[D] ভোপাল

Answer – উজ্জয়িনী

২) Global Intellectual Property Index 2024- এ ভারতের স্থান কত ?

[A] ৩৫

[B] ৫৫

[C] ৪২

[D] ৩২

Answer – ৪২

৩) পথ দুর্ঘটনায় প্রয়াত হওয়া Kelvin Kiptum কে ছিলেন ?

[A] সংগীতশিল্পী

[B] দৌড়বিদ

[C] লেখক

[D] রেসিং কার ড্রাইভার

Answer – দৌড়বিদ

৪) Chennai Open 2024 টাইটেল জিতলেন কোন টেনিস খেলোয়াড় ?

[A] রোহন বোপান্না

[B] সুমিত নাগাল

[C] করমন কৌর

[D] মহেশ ভূপতি

Answer – সুমিত নাগাল

৫) “Water Warrior City”- র স্বীকৃতি পেল কোন শহর ?

[A] বারাণসী

[B] নয়ডা

[C] অযোধ্যা

[D] কোচি

Answer – নয়ডা

৬) কোন দেশে মিলিটারি কর্মীদের পরিবর্তে টেকনিক্যাল স্টাফ পাঠাবে ভারত ?

[A] মালেশিয়া

[B] সিঙ্গাপুর

[C] শ্রীলঙ্কা

[D] মালদ্বীপ

Answer – মালদ্বীপ

PSC Clerkship Practice Set 25

৭) World Defense Show 2024 অনুষ্ঠিত হলো কোথায় ?

[A] দুবাই

[B] রিয়াধ

[C] মস্কো

[D] ম্যানিলা

Answer – রিয়াধ, সৌদি আরব

৮) কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন Alexander Stubb ?

[A] ডেনমার্ক

[B] আইসল্যান্ড

[C] ফিনল্যান্ড

[D] লেবানন

Answer – ফিনল্যান্ড

PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৯) চিকিৎসার নামে জাদু বিদ্যার ব্যবহার ব্যান করার জন্য বিল পাস করলো কোন রাজ্য ?

[A] আসাম

[B] অরুণাচল প্রদেশ

[C] নাগাল্যান্ড

[D] মনিপুর

Answer – আসাম

১০) বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করেছে কে ?

[A] লন্ডন

[B] দুবাই

[C] বেজিং

[D] টোকিও

Answer – দুবাই

PSC Clerkship Practice All Set 2024Click Here

নতুন চাকরির খবর – Click Here