PSC Clerkship Practice Set 30 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৩০, বাছাই করা ১০টি প্রশ্ন।

PSC Clerkship Practice Set 30 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০ (PSC Clerkship Practice Set 30)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 30

১) টি ২০ ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রান সম্পূর্ণকারী খেলোয়াড় হলেন কে ?

[A] ক্রিস গেইল

[B] বিরাট কোহলি

[C] বাবর আজাম

[D] ডেভিড ওয়ার্নার

Answer – বাবর আজাম

২) “Sculpted Stones: Mysteries Of Mamallapuram” শিরোনামে বই লিখলেন কে ?

[A] অরুণ যোগী

[B] অশ্বিন প্রভু

[C] প্রীতম বর্মা

[D] কৈলাস শর্মা

Answer – অশ্বিন প্রভু

৩) DURGA-2 নামে লেজার ওয়েপেন পরীক্ষা করবে কে ?

[A] DRDO

[B] ISRO

[C] Navy

[D] Army

Answer – DRDO

৪) কোথায় ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করবে NTPC ?

[A] রাজস্থান

[B] গুজরাট

[C] ওড়িশা

[D] অন্ধপ্রদেশ

Answer – অন্ধপ্রদেশ

৫) প্রথম মহিলা হিসেবে GD Birla Award for Scientific Excellence পেলেন কে ?

[A] স্মৃতি বর্মন

[B] অদিতি সেন দে

[C] মনীষা আইয়ার

[D] কেউই নন

Answer – প্রফেসর অদিতি সেন দে

PSC Clerkship Practice Set 30

৬) ‘Shanti Prayas IV’ নামে বহু রাষ্ট্রে মিলিটারি অনুশীলন শুরু হলো কোথায় ?

[A] নেপাল

[B] ভারত

[C] শ্রীলঙ্কা

[D] বাংলাদেশ

Answer – নেপাল

৭) গীতা মহোৎসবের পঞ্চম সংস্করণ হোস্ট করবে কোন দেশ ?

[A] শ্রীলঙ্কা

[B] ভারত

[C] থাইল্যান্ড

[D] ইন্দোনেশিয়া

Answer – শ্রীলঙ্কা

PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) ভারত এবং শ্রীলঙ্কার সাথে ‘Dosti-16’ নামে নৌসেনা অনুশীলন শুরু করলো কে ?

[A] বাংলাদেশ

[B] ভিয়েতনাম

[C] মালদ্বীপ

[D] সিঙ্গাপুর

Answer – মালদ্বীপ

৯) Pangong Frozen Lake Marathon 2024 জিতলেন কোথাকার অ্যাথলেট ভগবান সিং এবং মহেশ খুরানা ?

[A] ইন্দোর

[B] ভোপাল

[C] পাটনা

[D] কোচি

Answer – ভোপাল, মধ্যপ্রদেশ

১০) সম্প্রতি কোন দেশে বুদ্ধের পবিত্র নিদর্শন পাঠালো ভারত ?

[A] মালেশিয়া

[B] চীন

[C] শ্রীলঙ্কা

[D] থাইল্যান্ড

Answer – থাইল্যান্ড

PSC Clerkship Practice All Set 2024Click Here

নতুন চাকরির খবর – Click Here