PSC Clerkship Practice Set 35 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৩৫ (PSC Clerkship Practice Set 35)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
PSC Clerkship Practice Set 35
১) লেনটিক জলের উদাহরণ হল –
[A] পুকুরের জল
[B] সমুদ্রের জল
[C] নদীর প্রবাহিত জল
Answer – পুকুরের জল
২) এক্টিভেটেড স্লাজ পদ্ধতির সঙ্গে যুক্ত হলো –
[A] কঠিন বর্জ্য ব্যবস্থাপনা
[B] বর্জ্য জল প্রক্রিয়াকরণ
[C] শব্দদূষণ নিয়ন্ত্রণ
Answer – বর্জ্য জল প্রক্রিয়াকরণ
৩) বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ?
[A] ৯০.০১%
[B] ৮৬.০৮৫
[C] ৭৮.০৮%
Answer – ৭৮.০৮%
৪) জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত –
[A] উত্তরপ্রদেশে
[B] উত্তরাখণ্ডে
[C] বিহারে
Answer – উত্তরাখণ্ডে
PSC Clerkship Practice Set 35
৫) ওজন দিবস উদযাপিত করা হয় –
[A] ১১ ই জুলাই
[B] ২২ শে এপ্রিল
[C] ১৬ ই সেপ্টেম্বর
Answer – ১৬ ই সেপ্টেম্বর
৬) ভারত স্টেজ – II নিম্নলিখিত যার সঙ্গে সম্পর্কিত তা হলো –
[A] নদীদূষণ
[B] গাড়ির ধোঁয়া
[C] শব্দ দূষণ
Answer – গাড়ির ধোঁয়া
৭) আয়নিত বিকিরণের মাত্রার একক হল –
[A] CAD
[B] RAD
[C] BOD
Answer – RAD
৮) স্যান্ডফ্লাই নিম্নলিখিত যে রোগের জন্য দায়ী –
[A] যক্ষা
[B] কালাজ্বর
[C] টাইফয়েড
Answer – কালাজ্বর
PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৯) একটি প্রজাতি কোন একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকলে তাকে বলা হয় –
[A] পরিযায়ী
[B] এক্সোটিক
[C] এন্ডেমিক
Answer – এন্ডেমিক
১০) নিম্নলিখিত কোনটি নবীকরণযোগ্য শক্তি নয় ?
[A] সৌরশক্তি
[B] বায়ুশক্তি
[C] ফসিল জ্বালানি
Answer – ফসিল জ্বালানি
PSC Clerkship Practice All Set 2024 | Click Here |
নতুন চাকরির খবর – Click Here