Punjab-Sindh Bank Recruitment – পাঞ্জাব এন্ড সিন্দ ব্যাঙ্ক কর্মী নিচ্ছে, জানুন কীভাবে আবেদন করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Punjab-Sindh Bank Recruitment – সম্প্রতি পাঞ্জাব এন্ড সিন্দ ব্যাঙ্ক বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাধিক শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখানে কর্মী নিয়োগ করা যাবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই।

নিয়োগ সংস্থাপাঞ্জাব এন্ড সিন্দ ব্যাঙ্ক
পদের নামক্রেডিট ম্যানেজার
এগ্রিকালচার ম্যানেজার।
মোট শূন্যপদ১৯০ টি
আবেদন মাধ্যমঅনলাইনে 
আবেদনের শেষ তারিখ১০/১০/২০২৫

পদের নাম ও শূন্যপদ

১) এখানে ক্রেডিট ম্যানেজার এগ্রিকালচার ম্যানেজারের পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

২) এখানে মোট ১৯০ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

বয়স সীমা ও মাসিক বেতন

এখানে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এই পদগুলোতে নির্বাচিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এগ্রিকালচার ম্যানেজারের পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার/ হর্টিকালচার/ ডেয়ারি/ অ্যানিমেল হাজবেন্ডারি/ ফরেস্ট্রি/ ভেটেনারি সায়েন্স/ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ পিসকিকালচার বিষয় নিয়ে স্নাতক পাশ করতে হবে। এছাড়া কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো সমমানের যোগ্যতা থাকতে হবে (যেমন মোট ন্যূনতম ৬০% নম্বর, এসসি/ এসটি/ ওবিসি/ পিডব্লিউডি-র জন্য ৫৫%)। এছাড়া থাকতে হবে যেকোনো তফসিলি বাণিজ্যিক ব্যাংকে কর্মকর্তা হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ক্রেডিট ম্যানেজারের পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয় নিয়ে স্নাতক পাশ করতে হবে জেনারেল ৬০%, এসসি/ এসটি/ ওবিসি/ পিডব্লিউবিডির জন্য ৫৫%)। অথবা থাকতে হবে ভারত সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান/ বোর্ড থেকে সিএ/ সিএমএ/ সিএফএ/ এমবিএ (ফাইন্যান্স) এর মতো পেশাগত যোগ্যতাও।

এছাড়া যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই পাঞ্জাব এন্ড সিন্দ ব্যাঙ্ক-এর অফিসিয়াল https://punjabandsindbank.co.in/ যেতে হবে।

কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?

এই বিজ্ঞপ্তিটি punjabandsindbank.co.in এ প্রকাশিত হয়েছে।  তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এই পদগুলোতে লিখিত পরীক্ষা, স্ক্রিনিং, ব্যক্তিগত সাক্ষাৎকার ও চূড়ান্ত মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।

এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার।

কীভাবে আবেদন করবেন এখানে ?

এখানে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই:-

১) প্রথমে পাঞ্জাব এন্ড সিন্দ ব্যাঙ্ক-এর অফিসিয়াল punjabandsindbank.co.in/-এ  যেতে হবে। 
২)  তারপর সেখানে গিয়ে মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) তারপর সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে এবং সকল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

আবেদন ফি কত ?

এখানে সাধারণ / OBC/ EWS প্রার্থীদের জন্য  টাকা ৮৫০+ট্যাক্স + পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে। এছাড়া SC/ST/ পিডব্লিউবিডি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা + ট্যাক্স + পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদনের শেষ তারিখ : ১০/১০/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটpunjabandsindbank.co.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

রাজ্যে স্বাস্থ দপ্তরে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ১১৮৮টি।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com