Railway Group D Practice Set 01 – বেশ কিছুদিন আগে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে। এই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এই পরীক্ষা নিয়ে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে পারে নি তাদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। আশা করা যাচ্ছে প্রতিনিয়ত এই প্র্যাকটিস সেট গুলি ফলো করলে কমন আসবেই।
রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০১ – (Railway Group D Practice Set 01)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন পেয়ে যাবে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
১) সমতাপ রেখা হল –
[A] মানচিত্রে প্রদত্ত সম সূর্যকিরণ প্রাপ্ত অঞ্চল
[B] মানচিত্রে প্রদত্ত সমবৃষ্টিপাট রেখা
[C] মানচিত্রে প্রদত্ত সমান গড় তাপমাত্রা সম্বলিত অঞ্চল
[D] এর কোনোটিই নয়
Answer – [C] মানচিত্রে প্রদত্ত সমান গড় তাপমাত্রা সম্বলিত অঞ্চল
২) আয়রন ক্লোরাইডের জলীয় দ্রবণ হল—
[A] আম্লিক
[B] ক্ষারীয়
[C] প্রশমিত
[D] অ্যাসিড-ক্ষারকীয়
Answer – [A] আম্লিক
৩) ভারতবর্ষে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ?
[A] ৫
[B] ৭
[C] ৯
[D] ৩
Answer – [B] ৭
৪) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির মধ্যে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ?
[A] কোবল
[B] জাভা
[C] বেসিক
[D] অ্যাসেম্বলার
Answer – [B] জাভা
৫) উপকূলবর্তী সংকীর্ণ উপসাগরকে বলা হয় –
[A] চিড়
[B] খাড়ি
[C] ক্রিয়ল
[D] কোনোটিই নয়
Answer -[B] খাড়ি
Railway Group D Practice Set 01
৬) সূর্যব্যাপী গ্যাস ধ্রুবকের মান R নিম্নের কোনটির উপর নির্ভর করে ?
[A] গ্যাসের উষ্ণতা
[B] গ্যাসের আয়তন
[C] গ্যাসের মোলের সংখ্যা
[D] কোনোটিই নয়
Answer – [D] কোনোটিই নয়
৭) সঠিক উত্তরটি নির্বাচন কর : একটি হিলিয়াম পরমাণুতে থাকে—
[A] চারটি প্রোটন ও চারটি ইলেকট্রন
[B] দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন
[C] চারটি প্রোটন ও দুটি ইলেকট্রন
[D] চারটি নিউট্রন ও চারটি ইলেকট্রন
Answer – [[B] দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন
৮) কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য ?
[A] আর্নেস্ট রাদারফোর্ড
[B] জন ডালটন
[C] অ্যামিদিও অ্যাভোগাড্রো
[D] অ্যালবার্ট আইনস্টাইন
Answer – [B] জন ডালটন
৯) পরমাণুর ভিতর নিউট্রন-এর—
[A] সংখ্যা ইলেকট্রন ও প্রোটনের সমান
[B] ঘূর্ণন নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে
[C] প্রভাব পরে নিউক্লিয় আধানে
[D] সংখ্যার বিভিন্নতা সমস্থানিক যৌগের উৎপত্তির কারণ
Answer – [D] সংখ্যার বিভিন্নতা সমস্থানিক যৌগের উৎপত্তির কারণ
১০) সূর্যের সবথেকে নিকটের গ্রহ কোনটি ?
[A] শুক্র
[B] প্লুটো
[C] মঙ্গল
[D] বুধ
Answer – [B] বুধ
Railway Group D Practice Set 01
১১) কোন যৌগটি তড়িৎযোজী ?
[A] অক্সিজেন অণু
[B] সোডিয়াম ক্লোরাইড
[C] জল
[D] অ্যামোনিয়া
Answer – [B] সোডিয়াম ক্লোরাইড
১২) 1 kg দ্রবীভূত পদার্থে যে পরিমাণ দ্রাবক থাকে তাকে কি বলে ?
[A] Molaity
[B] Molarity
[C] Normality
[D] Solubility
Answer – [A] Molaity
১৩) প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে—
[A] নিউটনের আবিষ্কৃত গতির প্রথম সূত্র
[B] নিউটনের আবিষ্কৃত গতির দ্বিতীয় সূত্র
[C] নিউটনের আবিষ্কৃত গতির তৃতীয় সূত্র
[D] নিউটনের আবিষ্কৃত রিলেটিভিটির সূত্র
Answer -[B] নিউটনের আবিষ্কৃত গতির দ্বিতীয় সূত্র
১৪) মিথেনে কি প্রকার হাইব্রিডাইজেশন হয় ?
[A] Sp
[B] Sp²
[C] Sp³
[D] d²Sp³
Answer – [C] Sp³
১৫) জলের উপরিপৃষ্ঠে একটা পাতলা তেলের আস্তরণ রঙিন দেখায়, তার কারণ হল—
[A] প্রতিফলন
[B] প্রতিসরণ
[C] ইন্টারফারেন্স/প্রতিবন্ধক
[D] মেরুকরণ
Answer – [C] ইন্টারফারেন্স/প্রতিবন্ধক