Railway Group D Practice Set 05 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০৫, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Railway Group D Practice Set 05 – বেশ কিছুদিন আগে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে। এই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এই পরীক্ষা নিয়ে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে পারে নি তাদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। প্রতিনিয়ত এই প্র্যাকটিস সেট গুলি ফলো করলে কমন আসবেই।

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০৫ – (Railway Group D Practice Set 05)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন পেয়ে যাবে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

১) পলাশীর যুদ্ধের পরেই বাংলার নবাব কে হয়েছিলেন?

[A] বল্লাল সেন
[B] মীরকাসিম
[C] আলি বাদি‌ খাঁ
[D] মীরজাফর

Answer -মীরজাফর

২) ১৭৫৭ পলাশীর যুদ্ধে সিরাজ উদ দৌলা কার কাছে পরাজিত হল?

[A] ওয়ারেন হেস্টিংস
[B] রবার্ট ক্লাইভ
[C] মীরজাফর
[D] ডুপ্লে

Answer -রবার্ট ক্লাইভ

৩) ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য কোন ভারতীয় রাজা নেপোলিয়নের সাহায্য প্রার্থনা করেছিলেন?

[A] ঝাঁসির রানী
[B] হায়দার আলী
[C] শিবাজী
[D] টিপু সুলতান

Answer -টিপু সুলতান

৪) মীরজাফরের পরবর্তী বাংলার নবাব কে ছিলেন?

[A] মীরকাসিম
[B] আলীবদ‍ি খাঁ
[C] মীর মদন
[D] মুর্শিদকুলি খাঁ

Answer -মীরকাসিম

(Railway Group D Practice Set 05)

৫) নিচের কোন কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত নয়?

[A] সিন্ধিয়া -গোয়ালিয়র 
[B] পেশোয়া- পুন
[C] গায়কোয়ার-বরোদা
[D] ভোঁসলে- ইন্দোর

Answer -ভোঁসলে- ইন্দোর

৬) নিচের কোন দেশটি ভারতে বাণিজ্যিক কেন্দ্র স্থাপনে কোনও উদ্যোগ নেয়নি?

[A] ফ্রান্স
[B] ইতালি
[C] পর্তুগাল
[D] ইংল্যান্ড

Answer -ইতালি

৭) বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হন?

[A] গোর্খা জাতি ও অক্টারলোনি
[B] রঞ্জিত সিং এবং বেন্টিঙ্ক
[C] মীরজাফর ও ক্লাইভ
[D] পেশোয়া বাজীরাও ও ওয়েলেসলি

Answer – পেশোয়া বাজীরাও ও ওয়েলেসলি

৮) সর্বপ্রথম ভারত বর্ষ আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল?

[A] তুরকি
[B] মোঙ্গল
[C] আরব
[D] মোগল

Answer -আরব

৯) চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়?

[A] দ্বিতীয় পুলকেশী
[B] প্রথম পুলকেশী
[C] কনিষ্ক
[D] চাণক্য

Answer -দ্বিতীয় পুলকেশী

১০) পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি?

[A] ইলিয়াড
[B] মহাভারত
[C] ঋগবেদ
[D] উপনিষদ

Answer -ঋগবেদ

(Railway Group D Practice Set 05)

১১) আইহোল প্রশস্তি  কে রচনা করেন?

[A] বানভট্ট
[B] কবি রবিকীর্তি
[C] ভাস
[D] বিশাক দও

Answer -কবি রবিকীর্তি

১২) মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?

[A] অজাতশত্রু
[B] অশোক
[C] সমুদ্রগুপ্ত
[D] বৃহদ্রত

Answer -অশোক

১৩) দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয়?

[A] চন্দ্রগুপ্ত
[B] হর্ষবর্ধন
[C] শিবাজী
[D] কনিষ্ক

Answer – কনিষ্ক

১৪) নিচের কে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন?

[A] কালিদাস
[B] হরিষণে
[C] অশ্ব ঘোষ
[D] বানভট্ট

Answer – হরিষণে

১৫) কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?

[A] অশোক
[B] সমুদ্রগুপ্ত
[C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[D] প্রথম চন্দ্রগুপ্ত

Answer -দ্বিতীয় চন্দ্রগুপ্ত

সমস্ত প্র্যাকটিস সেটClick Here