Railway Group D Practice Set 06 – বেশ কিছুদিন আগে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে। এই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এই পরীক্ষা নিয়ে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে পারে নি তাদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। প্রতিনিয়ত এই প্র্যাকটিস সেট গুলি ফলো করলে কমন আসবেই।
রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০৬ – (Railway Group D Practice Set 06)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন পেয়ে যাবে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
০১) দিল্লিতে সুলতানি শাসক কে প্রতিষ্ঠা করেন ?
[A] মোহাম্মদ বিন তুঘলক
[B] কুতুবউদ্দিন আইবক
[C] সুলতান মাহমুদ
[D] মহম্মদ ঘুরী
Answer – কুতুবউদ্দিন আইবক
০২) নন্দ বংশের শেষ রাজার নাম কি ছিল ?
[A] মহাপদ্মা নন্দ
[B] রামানন্দ
[C] বিন্দুসার
[D] ধননন্দ
Answer – ধননন্দ
০৩) ভারতের কোন সুলতান আত্মজীবনী রচনা করেছিলেন ?
[A] ফিরজ শাহ তুঘলক
[B] মোহাম্মদ বিন তুঘলক
[C] গিয়াসুউদ্দিন বলবন
[D] আলাউদ্দিন খলজী
Answer – ফিরজ শাহ তুঘলক
০৪) কার মানব মূর্তি ভারতে সর্বপ্রথম পূজিত হয় ?
[A] গৌতম বুদ্ধ
[B] মহাবীর
[C] পাশ্বনাথ
[D] শ্রীরামকৃষ্ণ
Answer – গৌতম বুদ্ধ
০৫) ভারতে আগত হুনদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কের নাম কি ?
[A] আলবেরুনী
[B] মেহিরকুল
[C] টোডরমল
[D] তোরমান
Answer – মেহিরকুল
(Railway Group D Practice Set 06)
০৬) কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন ?
[A] দিব্য
[B] গোপাল
[C] মঙ্গল পান্ডে
[D] মহিপাল
Answer – দিব্য
০৭) মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
[A] শেরশাহ
[B] আকবর
[C] আলাউদ্দিন খলজী
[D] মোহাম্মদ বিন তুঘলক
Answer – আলাউদ্দিন খলজী
০৮) ১৮৩৫খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্বার কে করেন ?
[A] জেমস প্রিন্সেপ
[B] ভিন সেন্ট স্মিথ
[C] ডেভিড হেয়ার
[D] যদুনাথ সরকার
Answer – জেমস প্রিন্সেপ
০৯) কোনারকের বিখ্যাত সূর্যমন্দির কে নির্মাণ করেছিলেন ?
[A] প্রথম নরসিংহ বর্মন
[B] কীর্তি বর্মন
[C] কনিষ্ক
[D] দেব পাল
Answer – প্রথম নরসিংহ বর্মন
১০) কে ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন ?
[A] আমির খসরু
[B] আল বিরুনী
[C] বানভট্ট
[D] ইবন বতুতা
Answer – আমির খসরু
(Railway Group D Practice Set 06)
১১) বাংলার সর্বপ্রথম সার্বভৌমিক নরপতি কে ?
[A] লক্ষণ সেন
[B] শশাঙ্ক
[C] ধর্মপাল
[D] দেবপাল
Answer – শশাঙ্ক
১২) কার আসল নাম তেমুজিন ?
[A] শেরশাহ
[B] চেঙ্গিস খান
[C] হুমায়ুন
[D] তৈমুর লঙ
Answer – চেঙ্গিস খান
১৩) পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ?
[A] কীর্তি বর্মন
[B] অপরাজিত বর্মন
[C] সিংহ বিষ্ণু
[D] বিষ্ণু গোপ
Answer – অপরাজিত বর্মন
১৪) শেরসহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্যে প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন ?
[A] হুমায়ুন
[B] আকবর
[C] সুলতানা রাজিয়া
[D] আলাউদ্দিন খলজী
Answer – আলাউদ্দিন খলজী
১৫) কে মিতাক্ষরা আইন রচনা করেন ?
[A] দ্বিতীয় পুলকেশী
[B] প্রথম পুলকেশী
[C] শাস্ত্রজ্ঞ ও বিজ্ঞানেশ্বর
[D] চাণক্য
Answer -শাস্ত্রজ্ঞ ও বিজ্ঞানেশ্বর
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |