Railway Group D Practice Set 07 – বেশ কিছুদিন আগে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে। এই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এই পরীক্ষা নিয়ে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে পারে নি তাদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। প্রতিনিয়ত এই প্র্যাকটিস সেট গুলি ফলো করলে কমন আসবেই।
রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০৭ – (Railway Group D Practice Set 07)
প্রশ্ন ১: প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ কী ?
[A] ফস্ফোভিনাইল ক্লোরাইড
[B] পলিভিনাইল কার্বোনেট
[C] পলিভিনাইল ক্লোরাইড
[D] ফস্ফো ভ্যানাডিয়াম ক্লোরাইড
✅ উত্তর: [C] পলিভিনাইল ক্লোরাইড
প্রশ্ন ২: পৃথিবীর কোন অঞ্চলে সবচেয়ে বড় রেন ফরেস্ট অবস্থিত ?
[A] অস্ট্রেলিয়া
[B] মধ্য আফ্রিকা
[C] দক্ষিণ আমেরিকা
[D] দক্ষিণ-পূর্ব এশিয়া
✅ উত্তর: [C] দক্ষিণ আমেরিকা
প্রশ্ন ৩: ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে—
[A] টেক্সটাইল শিল্পে
[B] লোহা ও ইস্পাত শিল্প
[C] পেট্রোকেমিক্যাল শিল্পে
[D] অটোমোবাইল শিল্পে
✅ উত্তর: [A] টেক্সটাইল শিল্পে
প্রশ্ন ৪: কোন দ্বীপকে ‘এমারাল্ড আইল’ বলা হয় ?
[A] আয়ারল্যান্ড
[B] গ্রেনেডা
[C] ডালোল
[D] ট্রিষ্টান দ্যু কুনহা
✅ উত্তর: [A] আয়ারল্যান্ড
প্রশ্ন ৫: নিম্নের কোন যৌগটি থেকে ইথিলিন তৈরি হয় ?
[A] মিথিওনিন
[B] IBA
[C] MCPA
[D] ট্রিপটোফ্যান
✅ উত্তর: [A] মিথিওনিন
Railway Group D Practice Set 07
প্রশ্ন ৬: গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?
[A] অস্ট্রেলিয়া
[B] মঙ্গোলিয়া
[C] সুদান
[D] মেক্সিকো
✅ উত্তর: [B] মঙ্গোলিয়া
প্রশ্ন ৭: কোনটিতে ক্যালশিয়াম সামগ্রিক সর্বাধিক থাকে ?
[A] বাজরা
[B] ভুট্টা
[C] জোয়ার
[D] গম
✅ উত্তর: [B] ভুট্টা
প্রশ্ন ৮: পৃথিবীর উচ্চতম নাব্য সরোবর কোনটি ?
[A] ওন্টারিয়ো
[B] বৈকাল
[C] হিউরন
[D] টিটিকাকা
✅ উত্তর: [D] টিটিকাকা
প্রশ্ন ৯: স্ট্যাটোস্ফীয়ারে আল্ট্রা ভায়োলেট রশ্মি কে শোষণ করে ?
[A] SO²
[B] ওজন
[C] অক্সিজেন
[D] আর্গন
✅ উত্তর: [B] ওজন
প্রশ্ন ১০: মাউন্ট এভারেস্টের উচ্চতা কত ?
[A] ৮৯৫৬ মিটার
[B] ৮৮৪৮ মিটার
[C] ৮৭১৭ মিটার
[D] ৮৩৪৭ মিটার
✅ উত্তর: [B] ৮৮৪৮ মিটার
Railway Group D Practice Set 07
প্রশ্ন ১১: সূর্যালোকের উপস্থিতিতে গাড়ির ধোয়াজাত উপাদানটির বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ?
[A] ফটোকেমিক্যাল কুয়াসা
[B] ফটোকেমিক্যাল ধোঁয়াসা
[C] ফটোডাইনমিক বিক্রিয়া
[D] সালোকসংশ্লেষ
✅ উত্তর: [B] ফটোকেমিক্যাল ধোঁয়াসা
প্রশ্ন ১২: বিশ্বের বৃহত্তম ফুলটি হল—
[A] পদ্ম
[B] র্যাফলেসিয়া
[C] জায়ান্ট ক্যাকটাস
[D] কোনোটিই নয়
✅ উত্তর: [B] র্যাফলেসিয়া
প্রশ্ন ১৩: কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস হল—
[A] Fossil Fuel (ফসিল ফুয়েল)
[B] Cryogenic Fuel (ক্রায়োজেনিক ফুয়েল)
[C] Indigenous Fuel (ইন্ডিজেনাস ফুয়েল)
[D] Radioactive Fuel (রেডিও অ্যাক্টিভ ফুয়েল)
✅ উত্তর: [A] Fossil Fuel (ফসিল ফুয়েল)
প্রশ্ন ১৪: পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হল—
[A] লেড
[B] গ্রাফাইট
[C] কোক
[D] ভূষাকালি
✅ উত্তর: [B] গ্রাফাইট
প্রশ্ন ১৫: LPG-এর মুখ্য উপাদানটি হল—
[A] মিথেন
[B] ইথেন
[C] বিউটেন
[D] প্রোপেন
✅ উত্তর: [C] বিউটেন
| সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |