Railway Group D Practice Set 08 – বেশ কিছুদিন আগে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে। এই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এই পরীক্ষা নিয়ে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে পারে নি তাদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। প্রতিনিয়ত এই প্র্যাকটিস সেট গুলি ফলো করলে কমন আসবেই।
রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০৮ – (Railway Group D Practice Set 07)
প্রশ্ন ১: কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যে অবস্থিত পাসটির নাম কি ?
[A] জোজিলা
[B] খাইবার
[C] নাথুলা
[D] কুনজুম
✅ উত্তর: [A] জোজিলা
প্রশ্ন ২: নাইট্রিক অ্যাসিড নিচের কোনটির সাথে বিক্রিয়া করে না ?
[A] সোনা
[B] কপার
[C] জিঙ্ক
[D] লোহা
✅ উত্তর: [A] সোনা
প্রশ্ন ৩: জৈব গ্যাস হল একটি—
[A] পুনর্ভব সম্পদ
[B] অপুনর্ভব সম্পদ
[C] ধাতব সম্পদ
[D] অধাতব সম্পদ
✅ উত্তর: [A] পুনর্ভব সম্পদ
প্রশ্ন ৪: পাওয়ার অ্যালকোহল আসলে—
[A] 95.5% অ্যালকোহল
[B] 100% অ্যালকোহল
[C] ইথানল ও মিথানলের মিশ্রণ
[D] ইথানল এবং পেট্রোল ও সমপরিমান বেঞ্জিনের মিশ্রণ
✅ উত্তর: [D] ইথানল এবং পেট্রোল ও সমপরিমান বেঞ্জিনের মিশ্রণ
প্রশ্ন ৫: ট্রোপোস্ফীয়ার বায়ুমন্ডলের উষ্ণতম অংশ কারণ—
[A] এটি সূর্যের নিকটতম
[B] এতে আধারণযুক্ত কণা রয়েছে
[C] এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়
[D] এর মধ্যে তাপ উৎপন্ন হয়
✅ উত্তর: [B] এতে আধারণযুক্ত কণা রয়েছে
Railway Group D Practice Set 08
প্রশ্ন ৬: ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়—
[A] ভিটামিন A
[B] ভিটামিন D
[C] ভিটামিন C
[D] ভিটামিন A ও D
✅ উত্তর: [C] ভিটামিন C
প্রশ্ন ৭: দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় জড়িত থাকে—
[A] পরিশোষণ
[B] আস্রবণ
[C] ইলেকট্রোফোরেসিস্
[D] ব্যাপন
✅ উত্তর: [D] ব্যাপন
প্রশ্ন ৮: বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন ?
[A] অশোক
[B] চন্দ্রগুপ্ত মৌর্য
[C] অজাতশত্রু
[D] শশাঙ্ক
✅ উত্তর: [A] অশোক
প্রশ্ন ৯: ভারতীয় প্রমাণ সময় ও গ্রিনিজের গড় সময়ের ব্যবধান কত ?
[A] সাড়ে ৫ ঘন্টা
[B] ৪ ঘন্টা
[C] ৬ ঘন্টা
[D] সাড়ে ৩ ঘণ্টা
✅ উত্তর: [A] সাড়ে ৫ ঘন্টা
প্রশ্ন ১০: ফিজি দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত ?
[A] ভারত মহাসাগর
[B] প্রশান্ত মহাসাগর
[C] আন্টার্টিকা মহাসাগর
[D] আটলান্টিক মহাসাগর
✅ উত্তর: [B] প্রশান্ত মহাসাগর
Railway Group D Practice Set 08
প্রশ্ন ১১: ভারতবর্ষে কতগুলি প্রদেশ আছে ?
[A] ২৫ টি
[B] ২২ টি
[C] ২৯ টি
[D] ৩২ টি
✅ উত্তর: [C] ২৯ টি
প্রশ্ন ১২: সমুদ্রপৃষ্ঠ হতে উলম্ব দূরত্ব কে বলা হয় –
[A] দ্রাঘিমা
[B] অক্ষাংশ
[C] উন্নতি
[D] কোনোটিই নয়
✅ উত্তর: [B] অক্ষাংশ
প্রশ্ন ১৩: উপকূলবর্তী সংকীর্ণ উপসাগরকে বলা হয় –
[A] চিড়
[B] খাড়ি
[C] ক্রিয়ল
[D] কোনোটিই নয়
✅ উত্তর: [B] খাড়ি
প্রশ্ন ১৪: সমতাপ রেখা হল –
[A] মানচিত্রে প্রদত্ত সম সূর্যকিরণ প্রাপ্ত অঞ্চল
[B] মানচিত্রে প্রদত্ত সমবৃষ্টিপাট রেখা
[C] মানচিত্রে প্রদত্ত সমান গড় তাপমাত্রা সম্বলিত অঞ্চল
[D] এর কোনোটিই নয়
✅ উত্তর: [C] মানচিত্রে প্রদত্ত সমান গড় তাপমাত্রা সম্বলিত অঞ্চল
প্রশ্ন ১৫: সূর্যের সবথেকে নিকটের গ্রহ কোনটি ?
[A] শুক্র
[B] প্লুটো
[C] মঙ্গল
[D] বুধ
✅ উত্তর: [D] বুধ
| সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |