Railway Group D Practice Set 09 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০৯, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Railway Group D Practice Set 09 – বেশ কিছুদিন আগে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে। এই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এই পরীক্ষা নিয়ে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে পারে নি তাদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। প্রতিনিয়ত এই প্র্যাকটিস সেট গুলি ফলো করলে কমন আসবেই।

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০৯ – (Railway Group D Practice Set 09)

প্রশ্ন ১: নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির মধ্যে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ?
[A] কোবল
[B] জাভা
[C] বেসিক
[D] অ্যাসেম্বলার
✅ উত্তর: [B] জাভা

প্রশ্ন ২: 1 kg দ্রবীভূত পদার্থে যে পরিমাণ দ্রাবক থাকে তাকে কি বলে ?
[A] Molaity dd
[B] Molarity
[C] Normality
[D] Solubility
✅ উত্তর: [A] Molaity dd

প্রশ্ন ৩: কোন যৌগটি তড়িৎযোজী ?
[A] অক্সিজেন অণু
[B] সোডিয়াম ক্লোরাইড
[C] জল
[D] অ্যামোনিয়া
✅ উত্তর: [B] সোডিয়াম ক্লোরাইড

প্রশ্ন ৪: পরমাণুর ভিতর নিউট্রন-এর—
[A] সংখ্যা ইলেকট্রন ও প্রোটনের সমান
[B] ঘূর্ণন নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে
[C] প্রভাব পরে নিউক্লিয় আধানে
[D] সংখ্যার বিভিন্নতা সমস্থানিক যৌগের উৎপত্তির কারণ
✅ উত্তর: [D] সংখ্যার বিভিন্নতা সমস্থানিক যৌগের উৎপত্তির কারণ

প্রশ্ন ৫: সূর্যব্যাপী গ্যাস ধ্রুবকের মান R নিম্নের কোনটির উপর নির্ভর করে ?
[A] গ্যাসের উষ্ণতা
[B] গ্যাসের আয়তন
[C] গ্যাসের মোলের সংখ্যা
[D] কোনোটিই নয়
✅ উত্তর: [D] কোনোটিই নয়

Railway Group D Practice Set 09

প্রশ্ন ৬: মিথেনে কি প্রকার হাইব্রিডাইজেশন হয় ?
[A] Sp
[B] Sp²
[C] Sp³
[D] d²Sp³
✅ উত্তর: [C] Sp³

প্রশ্ন ৭: প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে—
[A] নিউটনের আবিষ্কৃত গতির প্রথম সূত্র
[B] নিউটনের আবিষ্কৃত গতির দ্বিতীয় সূত্র
[C] নিউটনের আবিষ্কৃত গতির তৃতীয় সূত্র
[D] নিউটনের আবিষ্কৃত রিলেটিভিটির সূত্র
✅ উত্তর: [B] নিউটনের আবিষ্কৃত গতির দ্বিতীয় সূত্র

প্রশ্ন ৮: আয়রন ক্লোরাইডের জলীয় দ্রবণ হল—
[A] আম্লিক
[B] ক্ষারীয়
[C] প্রশমিত
[D] অ্যাসিড-ক্ষারকীয়
✅ উত্তর: [A] আম্লিক

প্রশ্ন ৯: সঠিক উত্তরটি নির্বাচন কর : একটি হিলিয়াম পরমাণুতে থাকে—
[A] চারটি প্রোটন ও চারটি ইলেকট্রন
[B] চারটি নিউট্রন ও চারটি ইলেকট্রন
[C] চারটি প্রোটন ও দুটি ইলেকট্রন
[D] দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন
✅ উত্তর: [D] দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন

প্রশ্ন ১০: জলের উপরিপৃষ্ঠে একটা পাতলা তেলের আস্তরণ রঙিন দেখায়, তার কারণ হল—
[A] প্রতিফলন
[B] প্রতিসরণ
[C] ইন্টারফারেন্স/প্রতিবন্ধক
[D] মেরুকরণ
✅ উত্তর: [C] ইন্টারফারেন্স/প্রতিবন্ধক

প্রশ্ন ১১: কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য ?
[A] আর্নেস্ট রাদারফোর্ড
[B] অ্যালবার্ট আইনস্টাইন
[C] অ্যামিদিও অ্যাভোগাড্রো
[D] জন ডালটন
✅ উত্তর: [D] জন ডালটন

প্রশ্ন ১২: ভারতবর্ষে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ?
[A] ৫
[B] ৭
[C] ৯
[D] ৩
✅ উত্তর: [B] ৭

Railway Group D Practice Set 09

প্রশ্ন ১৩: বিষুবরেখা বরাবর পৃথিবীর ব্যাস কত কিমি ?
[A] ৩০৫২০
[B] ৪০০০০
[C] ১২৭৫৬
[D] ২২৭৭৫
✅ উত্তর: [C] ১২৭৫৬

প্রশ্ন ১৪: পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা কোনটি ?
[A] সাওপাওলো
[B] টোকিও
[C] নিউইয়র্ক
[D] সিডনি
✅ উত্তর: [C] নিউইয়র্ক

প্রশ্ন ১৫: নিউট্রনের আবিষ্কর্তা হলেন—
[A] জে. স্যাডউইক
[B] জে.জে. থমসন
[C] রাদারফোর্ড
[D] নীল বোর
✅ উত্তর: [A] জে. স্যাডউইক

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com