Railway Group D Practice Set 10 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ১০, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Railway Group D Practice Set 10 – বেশ কিছুদিন আগে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে। এই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এই পরীক্ষা নিয়ে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে পারে নি তাদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। প্রতিনিয়ত এই প্র্যাকটিস সেট গুলি ফলো করলে কমন আসবেই।

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ১০ – (Railway Group D Practice Set 10)

প্রশ্ন ০১: উত্তর অয়নান্ত কি ?
[A] গ্রীষ্মের শেষ দিন
[B] গ্রীষ্মের প্রথম দিন
[C] যেদিন সূর্য মকরক্রান্তি রেখার ঠিক ওপরে অবস্থান করে
[D] যেদিন সূর্য কর্কটক্রান্তি রেখা ঠিক ওপরে অবস্থান করে
✅ উত্তর: [C] যেদিন সূর্য কর্কটক্রান্তি রেখা ঠিক ওপরে অবস্থান করে

প্রশ্ন ০২: তিব্বত, নেপাল, ভুটান এবং পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কোন রাজ্য রয়েছে ?
[A] মিজোরাম
[B] আসাম
[C] সিকিম
[D] ত্রিপুরা
✅ উত্তর: [C] সিকিম

প্রশ্ন ০৩: কোনো পদার্থের পারমাণবিক ভর 24 এবং পারমাণবিক সংখ্যা 12 হলে তার তুল্যাঙ্কভার হল —
[A] 12
[B] 24
[C] 16
[D] 48
✅ উত্তর: [A] 12

প্রশ্ন ০৪: নিম্নোক্ত কোন দুটি নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান ?
[A] Ne²⁰, Ne²¹
[B] C¹², N¹⁴
[C] C¹², N¹³
[D] Li⁷, Be⁹
✅ উত্তর: [C] C¹², N¹³

প্রশ্ন ০৫: কোন মৌলের পারমাণবিক সংখ্যা যদি 35 হয়, তবে বোরের মডেল অনুযায়ী ঐ মৌলের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে—
[A] 1
[B] 3
[C] 5
[D] 7
✅ উত্তর: [D] 7

Railway Group D Practice Set 10

প্রশ্ন ০৬: সাবান __ এর সাহায্যে তৈলজ পদার্থ অপসারণ করে।
[A] Absorption
[B] Emulsification
[C] Coagulation
[D] কোনোটিই নয়
✅ উত্তর: [B] Emulsification

প্রশ্ন ০৭: কোনও ধাতব তারের মধ্যে দিয়ে কোন কণার প্রভাবকে তড়িৎপ্রবাহ বলে ?
[A] ইলেকট্রন
[B] পজিট্রন
[C] নিউট্রন
[D] ফোটন
✅ উত্তর: [A] ইলেকট্রন

প্রশ্ন ০৮: একটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার উপাদানের ভরসংখ্যা 23 এবং পরমাণু কেন্দ্রকে প্রোটিনের সংখ্যা 11 তার মধ্যে থাকবে—
[A] 11টি নিউট্রন, 12টি প্রোটন এবং 11টি ইলেকট্রন
[B] 11টি প্রোটন, 12টি নিউট্রন এবং 11টি ইলেকট্রন
[C] 11টি নিউট্রন, 11টি প্রোটন এবং 12টি ইলেকট্রন
[D] 23টি প্রোটন এবং 11টি ইলেকট্রন
✅ উত্তর: [B] 11টি প্রোটন, 12টি নিউট্রন এবং 11টি ইলেকট্রন

প্রশ্ন ০৯: লাক্ষাদ্বীপ নিচের কোনটিতে অবস্থিত ?
[A] বঙ্গোপসাগর
[B] ভারত মহাসাগর
[C] পক প্রণালী
[D] আরব সাগর
✅ উত্তর: [D] আরব সাগর

প্রশ্ন ১০: নিচের কোন নদীটি আরব সাগরে পড়েছে ?
[A] নর্মদা
[B] সুবর্ণরেখা
[C] মহানদী
[D] কাবেরী
✅ উত্তর: [A] নর্মদা

Railway Group D Practice Set 10

প্রশ্ন ১১: নিচের কোনটিতে বঙ্গোপসাগর পড়েছে ?
[A] সবরমতি
[B] মহানদী
[C] তাপ্তী
[D] নর্মদা
✅ উত্তর: [B] মহানদী

প্রশ্ন ১২: কোথায় সবথেকে কম বৃষ্টিপাত হয় ?
[A] জয়সলমীর
[B] জয়পুর
[C] যোধপুর
[D] কোটা
✅ উত্তর: [A] জয়সলমীর

প্রশ্ন ১৩: SF⁴ অণুর গঠন হল —
[A] বর্গক্ষেত্র প্ল্যানার
[B] বিকৃত চতুস্তলক
[C] অষ্টতলকীয়
[D] ঢেঁকিকল
✅ উত্তর: [B] বিকৃত চতুস্তলক

প্রশ্ন ১৪: পারমাণবিক বিভাজন প্রক্রিয়া প্রসঙ্গে নিম্নের কোন বিবৃতিটি সঠিক ?
[A] হালকা প্রাথমিক নিউক্লাইডে প্রোটিনের তুলনায় কম সংখ্যক নিউট্রন থাকে
[B] ভারী প্রাথমিক নিউক্লাইডে প্রোটিনের তুলনায় কম সংখ্যক নিউট্রন থাকে
[C] সমস্ত প্রাথমিক নিউক্লাইডে প্রোটিনের তুলনায় বহু সংখ্যক নিউট্রন থাকে
[D] সমস্ত প্রাথমিক নিউক্লাইডে সম সংখ্যক নিউট্রন ও প্রোটন থাকে
✅ উত্তর: [C] সমস্ত প্রাথমিক নিউক্লাইডে প্রোটিনের তুলনায় বহু সংখ্যক নিউট্রন থাকে

প্রশ্ন ১৫: সূর্যালোকের উপস্থিতিতে গাড়ির ধোয়াজাত উপাদানটির বিক্রিয়ার কোনটি উৎপন্ন হয় ?
[A] ফটোকেমিক্যাল কুয়াসা
[B] ফটোকেমিক্যাল ধোঁয়াসা
[C] ফটোডাইনমিক বিক্রিয়া
[D] সালোকসংশ্লেষ
✅ উত্তর: [B] ফটোকেমিক্যাল ধোঁয়াসা

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com