Railway Group D Practice Set 11 – বেশ কিছুদিন আগে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে। এই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এই পরীক্ষা নিয়ে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে পারে নি তাদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। প্রতিনিয়ত এই প্র্যাকটিস সেট গুলি ফলো করলে কমন আসবেই।
রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ১১ – (Railway Group D Practice Set 11)
প্রশ্ন ০১: ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে
[A] টেক্সটাইল শিল্পে
[B] লোহা ও ইস্পাত শিল্প
[C] পেট্রোকেমিক্যাল শিল্পে
[D] অটোমোবাইল শিল্পে
✅ উত্তর: [A] টেক্সটাইল শিল্পে
প্রশ্ন ০২: সবচেয়ে নমনীয় ধাতু
[A] রুপা
[B] সোনা
[C] অ্যালুমিনিয়াম
[D] সোডিয়াম
✅ উত্তর: [B] সোনা
প্রশ্ন ০৩: দড়ির মতো পাকানো লাভা প্রবাহকে কি বলে ?
[A] পা হো হ
[B] আ – আ
[C] টিউমুলি
[D] থলয়েড
✅ উত্তর: [A] পা হো হ
প্রশ্ন ০৪: কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন ?
[A] শক
[B] হুন
[C] চোল
[D] ইন্দো-গ্রীক
✅ উত্তর: [D] ইন্দো-গ্রীক
প্রশ্ন ০৫: দূষিত কিডনি-রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় জড়িত থাকে
[A] পরিশোষণ
[B] আস্রবণ
[C] ইলেকট্রোফোরেসিস্
[D] ব্যাপন
✅ উত্তর: [D] ব্যাপন
Railway Group D Practice Set 11
প্রশ্ন ০৬: বিখ্যাত সাঁচিস্তুপ কে নির্মাণ করেন ?
[A] অশোক
[B] চন্দ্রগুপ্ত মৌর্য
[C] অজাতশত্রু
[D] শশাঙ্ক
✅ উত্তর: [A] অশোক
প্রশ্ন ০৭: পাওয়ার অ্যালকোহল আসলে—
[A] 95.5% অ্যালকোহল
[B] 100% অ্যালকোহল
[C] ইথানল ও মিথানলের মিশ্রণ
[D] ইথানল এবং পেট্রোল ও সমপরিমান বেঞ্জিনের মিশ্রণ
✅ উত্তর: [D] ইথানল এবং পেট্রোল ও সমপরিমান বেঞ্জিনের মিশ্রণ
প্রশ্ন ০৮: স্ট্যাটোস্ফীয়ারে আল্ট্রা ভায়োলেট রশ্মি কে শোষণ করে ?
[A] SO²
[B] ওজন
[C] অক্সিজেন
[D] আর্গন
✅ উত্তর: [B] ওজন
প্রশ্ন ০৯: এক্সোস্ফীয়ারে নিম্নলিখিত কোন গ্যাস মিশ্রণ বর্তমান ?
[A] হিলিয়াম ও হাইড্রোজেন
[B] নিয়ন ও অক্সিজেন
[C] নিয়ন ও হাইড্রোজেন
[D] হিলিয়াম ও নিয়ন
✅ উত্তর: [A] হিলিয়াম ও হাইড্রোজেন
প্রশ্ন ১০: মিথেনের দহনে তৈরি হয়—
[A] CO² + H²
[B] CO² + H²O
[C] N² + H²
[D] O² + H²
✅ উত্তর: [B] CO² + H²O
Railway Group D Practice Set 11
প্রশ্ন ১১: পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি ?
[A] এটনা
[B] মাউন্ট ফুজি
[C] ভিসুভিয়াস
[D] মৌলানোয়া
✅ উত্তর: [D] মৌলানোয়া
প্রশ্ন ১২: রানীগঞ্জ কয়লাখনি অঞ্চলে দেখা যায় –
[A] ডাইক
[B] ফ্যাকোলিথ
[C] লোপোলিথ
[D] ল্যাকোলিথ
✅ উত্তর: [A] ডাইক
প্রশ্ন ১৩: পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি ?
[A] বৈকাল
[B] টিটিকাকা
[C] হিউরণ
[D] সুপিরিয়র
✅ উত্তর: [B] টিটিকাকা
প্রশ্ন ১৪: ‘Kosmos’ গ্রন্থ কোন ভৌগোলিক রচনা করেন ?
[A] রাটজেল
[B] কার্ল রিটার
[C] হামবোল্ড
[D] ভিদাল ডি লা ব্লাশ
✅ উত্তর: [C] হামবোল্ড
প্রশ্ন ১৫: “Landscape is the structure, process and stage” কার উক্তি ?
[A] ডেভিস
[B] পেঙ্ক
[C] মংক হাউস
[D] কার্ল রিটার
✅ উত্তর: [A] ডেভিস
| সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |