Railway Group D Practice Set 13 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ১৩, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Railway Group D Practice Set 13 – বেশ কিছুদিন আগে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে। এই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এই পরীক্ষা নিয়ে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে পারে নি তাদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। প্রতিনিয়ত এই প্র্যাকটিস সেট গুলি ফলো করলে কমন আসবেই।

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ১৩ – (Railway Group D Practice Set 13)

প্রশ্ন ০১: সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ার যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটি হল—
[A] হাইড্রোজেন সালফাইড
[B] মিথেন
[C] কার্বন মনোক্সাইড
[D] নাইট্রোজেন
✅ উত্তর: [A] হাইড্রোজেন সালফাইড

প্রশ্ন ০২: মনোসোডিয়াম গ্লুটামেট কে সাধারণভাবে কি বলা হয় ?
[A] বেকিং পাউডার
[B] সাধারণ লবণ
[C] ভিনেগার
[D] আ-জিনা-মোটো
✅ উত্তর: [D] আ-জিনা-মোটো

প্রশ্ন ০৩: নিম্নলিখিত কোনটি কাঁচ প্রস্তুতিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় না ?
[A] সোডা
[B] অ্যালুমিনা
[C] বোরাক্স
[D] জিপসাম
✅ উত্তর: [D] জিপসাম

প্রশ্ন ০৪: কোনটি গ্রিন হাউস গ্যাস নয় ?
[A] মিথেন
[B] হাইড্রোজেন
[C] কার্বন ডাই অক্সাইড
[D] নাইট্রাস অক্সাইড
✅ উত্তর: [B] হাইড্রোজেন

প্রশ্ন ০৫: ফুলেরিন হল—
[A] কার্বনের একটি বহুরূপ
[B] কার্বোরান্ডামের অপর নাম
[C] কৃত্রিম এমারি
[D] কার্বনের একটি যৌগ
✅ উত্তর: [A] কার্বনের একটি বহুরূপ

প্রশ্ন ০৬: নিম্নোক্ত কোন পদার্থটি বিদ্যুতের একান্ত কুপরিবাহী—
[A] লিথিয়াম
[B] নাইট্রোজেন
[C] ক্লোরিন
[D] সোডিয়াম
✅ উত্তর: [B] নাইট্রোজেন

প্রশ্ন ০৭: কোন অণুর সাথে হাইড্রোজেন মিশে জল তৈরি করে ?
[A] আয়োডিন
[B] অক্সিজেন
[C] কার্বন
[D] নাইট্রোজেন
✅ উত্তর: [B] অক্সিজেন

Railway Group D Practice Set 13

প্রশ্ন ০৮: বিষাক্ত মাস্টার্ড গ্যাস আসলে একটি—
[A] গ্যাস
[B] তরল
[C] কঠিন
[D] কোনোটিই নয়
✅ উত্তর: [B] তরল

প্রশ্ন ০৯: নিম্নোক্ত কোনটি হাইড্রোজেন বেলুন দ্বারা উত্তোলন করা সম্ভব ?
[A] এক কেজি জল
[B] এক কেজি তামা
[C] এক কেজি পালক
[D] সব কটি সমান
✅ উত্তর: [C] এক কেজি পালক

প্রশ্ন ১০: নিম্নের কোনটি পটাশিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক গঠন ?
[A] KOHI
[B] K²O
[C] POH²
[D] K²H²
✅ উত্তর: [A] KOHI

Railway Group D Practice Set 13

প্রশ্ন ১১: ডাই হাইড্রোজেন সম্পর্কিত নিম্নলিখিত কোন ব্যক্তিটি সঠিক নয়—
[A] H² হল বায়ুর চেয়ে হালকা ও জলের অদ্রাব্য
[B] H-H বন্ধন বিয়োজন শক্তি উচ্চ হওয়ায় সাধারণ উষ্ণতায় H² গ্যাস নিষ্ক্রিয়।
[C] উচ্চ উষ্ণতায় ক্ষার ধাতুর সঙ্গে H² গ্যাস বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড উৎপন্ন করে।
[D] NO² ও H² গ্যাসের মিশ্রণকে সিনগ্যাস বলে।
✅ উত্তর: [C] উচ্চ উষ্ণতায় ক্ষার ধাতুর সঙ্গে H² গ্যাস বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড উৎপন্ন করে।

প্রশ্ন ১২: নিম্নলিখিত কোন যৌগটি হাইপোব্রোমাস অ্যাসিডের সংকেত ?
[A] HBRO⁴
[B] HOBR
[C] HBR
[D] HBRO³
✅ উত্তর: [B] HOBR

প্রশ্ন ১৩: মৌমাছি এবং পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে তা হল—
[A] ফরমিক অ্যাসিড
[B] টারটারিক অ্যাসিড
[C] অ্যাসিটিক অ্যাসিড
[D] হাইড্রোক্লোরিক অ্যাসিড
✅ উত্তর: [A] ফরমিক অ্যাসিড

প্রশ্ন ১৪: নীচের সোডিয়ামের কোন যৌগ খর জলকে মৃদু জলে রুপান্তরে ব্যবহৃত হয় ?
[A] Na²CO³
[B] NaHCO³
[C] NaOH
[D] Na²SO⁴
✅ উত্তর: [A] Na²CO³

প্রশ্ন ১৫: ম্যালথাসের মতে জনসংখ্যা বৃদ্ধি পায় –
[A] গাণিতিক পদ্ধতিতে
[B] জ্যামিতিক পদ্ধতিতে
[C] স্বাভাবিকভাবে
[D] গুনোত্তর পদ্ধতিতে
✅ উত্তর: [D] গুনোত্তর পদ্ধতিতে

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

Related Articles

Back to top button