Railway Group D Practice Set 14 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ১৪, বাছাই করা ১৫ টি প্রশ্ন।
Railway Group D Practice Set 14 – বেশ কিছুদিন আগে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে। এই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এই পরীক্ষা নিয়ে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে পারে নি তাদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। প্রতিনিয়ত এই প্র্যাকটিস সেট গুলি ফলো করলে কমন আসবেই।
রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ১৩ – (Railway Group D Practice Set 14)
প্রশ্ন ১: টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন ?
[A] মাদুরাই
[B] হায়দ্রাবাদ
[C] বিজয়নগর
[D] মাইসোর (মহিশুর)
✅ উত্তর: [D] মাইসোর (মহিশুর)
প্রশ্ন ২: তৈগ অর্থ —
[A] সরলবর্গীয় বন
[B] পর্ণমোচী অরণ্য
[C] মরুভূমি
[D] তৃণভূমি
✅ উত্তর: [A] সরলবর্গীয় বন
প্রশ্ন ৩: সর্বোচ্চ উচ্চতা সামরিক বিমানবন্দর অবস্থিত —
[A] নেপালে
[B] তিব্বতে
[C] চীনে
[D] ভারতে
✅ উত্তর: [C] চীনে
প্রশ্ন ৪: কোন মৌর্য ব্যক্তিত্বকে ১৮ তম শতাব্দীতে স্যান্ডোকোট্রোস (Snndrocottos) নামে জানা গেছে?
[A] বিন্দুসার
[B] চাণক্য
[C] চন্দ্রগুপ্ত
[D] অশোক
✅ উত্তর: [C] চন্দ্রগুপ্ত
প্রশ্ন ৫: ঔরঙ্গজেব (১৬৫৮ – ১৭০৭) কোন রাজবংশের শাসক ছিলেন ?
[A] মুগল
[B] নন্দ
[C] হর্ষঙ্ক
[D] মৌর্য
✅ উত্তর: [A] মুঘল
Railway Group D Practice Set 14
প্রশ্ন ৬: মুঘল সম্রাট আকবরের বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন ?
[A] প্রথম মান সিংহ
[B] রাজা তোদরমল
[C] তানসেন
[D] বীরবল
✅ উত্তর: [A] প্রথম মান সিংহ
প্রশ্ন ৭: মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন ?
[A] প্রধানমন্ত্রী
[B] রাজ্যের গভর্নর
[C] সুপ্রিম কোর্ট
[D] বিধানসভা
✅ উত্তর: [B] রাজ্যের গভর্নর
প্রশ্ন ৮: কে বলেছেন ভারত “অর্ধ-যুক্তরাষ্ট্রীয়” ?
[A] আইভর জেনিংস
[B] হ্যারল্ড লাস্কি
[C] কে. সি. হোয়ার
[D] লর্ড ব্রাই
✅ উত্তর: [C] কে. সি. হোয়ার
প্রশ্ন ৯: সিন্ধু সভ্যতা একটি __ যুগের সভ্যতা ছিল |
[A] টিন
[B] রৌপ্য
[C] ব্রোঞ্জ
[D] স্বর্ণ
✅ উত্তর: [C] ব্রোঞ্জ
প্রশ্ন ১০: প্রথম বৌদ্ধ পরিষদ _ এ অনুষ্ঠিত হয়েছিল
[A] রাজগৃহ
[B] কাশ্মীর
[C] বৈশালী
[D] পাটুলিপুত্র
✅ উত্তর: [A] রাজগৃহ
Railway Group D Practice Set 14
প্রশ্ন ১১: নাগা, খাসি ও গারো পাহাড় অবস্থিত —
[A] কারাকোরাম রেঞ্জ
[B] পূর্বাঞ্চল রেঞ্জ
[C] হিমালয় রেঞ্জ
[D] জাস্কর রেঞ্জ
✅ উত্তর: [B] পূর্বাঞ্চল রেঞ্জ
প্রশ্ন ১২: নিচের কোনটি বিশ্বের সর্বোচ্চ মাধ্যাকর্ষণ বাঁধ ?
[A] নাঙ্গাল বাঁধ
[B] বিপাশা বাঁধ
[C] হিরাকুদ বাঁধ
[D] ভাকরা বাঁধ
✅ উত্তর: [D] ভাকরা বাঁধ
প্রশ্ন ১৩: নিম্নলিখিত কোন নিয়োগটি ভারতের রাষ্ট্রপতি করেন না ?
[A] ভারতের প্রধান বিচারপতি
[B] লোকসভার অধ্যক্ষ
[C] সেনাবাহিনীর প্রধান
[D] বিমান বাহিনীর প্রধান
✅ উত্তর: [B] লোকসভার অধ্যক্ষ
প্রশ্ন ১৪: বাণিজ্য বায়ু কোথা থেকে প্রবাহিত হয় ?
[A] মেরু উচ্চ চাপ
[B] নিরক্ষীয় নিম্নচাপ
[C] উপমেরু নিম্নচাপ
[D] উপক্রান্তীয় উচ্চচাপ
✅ উত্তর: [D] উপক্রান্তীয় উচ্চচাপ
প্রশ্ন ১৫: নিচের কোনটি বিশ্বের ব্যস্ততম নাব্য নদী ?
[A] রাইন
[B] দানিয়ুব
[C] ভোলগা
[D] সেইন
✅ উত্তর: [A] রাইন
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |