Rani Lakshmibai Scooty Yojana -রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে রাজ্যের মেয়েদের বিভিন্ন যোজনার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন। রাজ্যের মেয়েরা জাতীয় উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য বিভিন্ন সাহায্য প্রদান করে থাকে। সেরকমই রাজ্য সরকারের তরফে রাজ্যে চালু হতে চলেছে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা।
দেশবাসীর জন্য চালু হওয়া যোজনা গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুবিধা যুক্ত যোজনা হলো রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা। রাজ্যের প্রত্যেকটি মেধাবী মেয়ে এই যোজনায় উপযুক্ত হবে। রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা কি ? এই রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনার সুবিধা কি ? এই যোজনায় বিনিয়োগ টাকার পরিমাণ এবং সুদের পরিমাণ কত ? কিভাবে এই যোজনার সঙ্গে যুক্ত হবেন ? সমস্ত তথ্য জেনে আজকের এই প্রতিবেদনে।
রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা কি ?
রাজ্য সরকারের তরফে মেয়েদের জন্য চালু করা এক ধরনের গুরুত্বপূর্ণ এবং সুবিধাভোগ যোজনা হল রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা। এই যোজনার মাধ্যমে উত্তর প্রদেশ রাজ্যের মেয়েদের যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে।
রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনার সুবিধা ?
রাজ্যের মেয়েরা যাতে দূরবর্তী যোগাযোগ খারাপ অবস্থা থেকে যাতায়াত করে নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য এই যোজনা। এই যোজনার মাধ্যমে উত্তরপ্রদেশ রাজ্যের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে মেয়ে পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। উত্তরপ্রদেশ রাজ্য সরকারের তরফে রাজ্যের মহিলাদের উচ্চশিক্ষায় শিক্ষিত এবং স্বনির্ভরশীল করার জন্য এই যোজনার। উত্তর প্রদেশ রাজ্যের রাজ্য সরকার এই যোজনার জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
এই যোজনার জন্য উপযুক্ত যোগ্যতা ?
এই যোজনায় আবেদন করার জন্য আবেদন কারীদের নিচের যোগ্যতা সম্পন্ন হতে হবে।
১) আবেদনকারী পড়ুয়াকে উত্তরপ্রদেশ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদন কারীকে অবশ্যই একজন মেয়ে হতে হবে।
৩) আবেদনকারী পড়ুয়াকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর স্তরে ভালো নাম্বার পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪) আবেদনকারী পড়ুয়ার বার্ষিক পারিবারিক ইনকাম ২,৫০,০০০ টাকার কম হতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
এই যোজনায় আবেদন করার জন্য আবেদনকারীদের নিচের ডকুমেন্টগুলি থাকা বাধ্যতামূলক।
১) আবেদনকারী পড়ুয়ার আধার কার্ড।
২) বসবাসের শংসাপত্র।
৩) বার্ষিক আয়ের শংসাপত্র।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি।
যোজনার আবেদন পদ্ধতি (Rani Lakshmibai Scooty Yojana)
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন এর মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই (Rani Lakshmibai Scooty Yojana) নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠানো এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |