Ration Card Download – হাতে মোবাইল দিয়ে রেশন কার্ড Download করে রেশন তুলুন।

মাত্র দু মিনিটেই হাতে পান রেশন কার্ড! জেনে নিন বিস্তারিত Ration Card Download কিভাবে করবেন।

Ration Card Download – পৃথিবীর যত উন্নত হচ্ছে ততই সমস্ত কিছু একে একে ডিজিটাল হচ্ছে। তবে এতে বেশ সুবিধাই হচ্ছে মানুষের। এই সুবিধাকে কাজে লাগাচ্ছে ভারত সরকার ও। তারা মানুষের কাছে বিভিন্ন প্রকল্প পৌঁছানোর জন্য বিভিন্ন ওয়েবসাইট অথবা অ্যাপ তৈরি করছে। তাতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে খানিকটা বেশি সুখ পাচ্ছেন নাগরিকরা। এবার নাগরিকদের আরো সুখ দিতে ডিজিটাল রেশন কার্ডকে (Digital Ration Card) কার্যকর করল ভারত সরকার।

ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও আপনি এই ডিজিটাল রেশন কার্ড (Ration Card Download) ব্যবহার করে আপনার রেশন সামগ্রী কালেক্ট করতে পারেন। ভারত সরকার এও জানিয়েছে যে খুব শীঘ্রই এই ডিজিটাল রেশন কার্ডকে একটি প্রমাণ পত্র হিসাবেও স্বীকৃতি দেবে তারা।

এছাড়া বিভিন্ন ফরম ফিলাপে অথবা বিভিন্ন কাজে নাগরিকেরা এটিকে একটি সরকারি নথি হিসাবেও ব্যবহার করতে পারেন। এছাড়া যে সমস্ত ব্যক্তির ফিজিক্যাল রেশন কার্ড আছে তাদের যদি কোন কারনে কার হারিয়ে যায় ছিড়ে যায় অথবা রেশন তুলতে যাওয়ার সময় কার্ড নিয়ে যেতে ভুলে যায় তারা নিঃসন্দেহে এই কার্ড ব্যবহার করে নিজেদের রেশন সামগ্রী তুলতে পারবেন। Ration Card Download বা ডিজিটাল রেশন কার্ড কে এভাবেই স্বীকৃতি প্রদান করেছেন কেন্দ্রের সরকার।

আরও পড়ুন- TET Result 2022 – টেট পরীক্ষায় কত নম্বর পেয়েছেন, জেনে নিন টেট পরীক্ষার ফলাফল

তবে এখন প্রশ্ন হল আপনি এই কার্ড কোথা থেকে কিভাবে Ration Card Download করবেন ? এই কার্ড ডাউনলোড করা খুবই সহজ। সর্ব প্রথমে এ কাজ করার জন্য আপনাকে যেতে হবে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/food/ এ। এরপর সামনে একটি ড্রপ ডাউন অ্যারো আসবে, সেখানে ক্লিক করলে, সেখানে অনেকগুলি অপশন দেখা যাবে। ওখানে ইরেশন কার্ড অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে, এখানে ঠিকমতো আপনার রেশন কার্ড নাম্বারটি দিন। এরপর আপনার সামনে একটি ডাউনলোডের অপশন চলে আসবে। ওই অপশনে ক্লিক করলেই পিডিএফ ভার্সনে আপনার রেশন কার্ডটি ডাউনলোড (Ration Card Download) হয়ে যাবে।

তবে এই কার্ডটি পাওয়ার পর আপনি এটি প্রিন্ট করিয়ে রেখে দিতে পারেন। যদিও এটি প্রিন্ট করানোর খুব বেশি প্রয়োজন নেই কারণ ওই পিডিএফ যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে আপনি আবার একই পদ্ধতিতে ওয়েবসাইট থেকে আপনার Ration Card Download করতে পারবেন। ই রেশন কার্ড (E-Ration Card) স্বীকৃতি পাওয়ায় দেশের বহু নাগরিক উপকৃত হবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

Leave a Comment