Ration Card – রেশন কার্ড থাকলে মিলবে ১০০০টাকা করে, সাথে ১কেজি করে চাল ও চিনিও।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নয়া নির্দেশিকা, Ration Card -এ আগামী মাস থেকে ১০০০টাকা করে পেতে চলেছেন, জেনে নিন কারা

আপনার কি রেশন কার্ড (Ration Card) রয়েছে? যদি উত্তরটা হ্যাঁ হয়,তাহলে আজকের এই প্রতিবেদনটি কেবল আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। উল্লেখ্য,২০১৪ সালের জানুয়ারি মাসে প্রথম এই পোঙ্গল উপহার চালু হয়।

ঐ রাজ্যের দরিদ্র মানুষেরা যাতে প্রাণভরে এই উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যেই তামিলনাড়ু সরকারের উক্ত উদ্যোগ। পোঙ্গলের দিন প্রতিটি রেশনগ্ৰাহককে (Ration Card) নগদ ১০০টাকা সহ ১কেজি চাল ও ১কেজি চিনি বিতরণ করা হয়।

১লা জানুয়ারি থেকে MNREGA-র ১০০দিনের কাজে জারি হল‌ নয়া নির্দেশিকা।

কিন্তু, এবার প্রতিটি  রেশন কার্ড (Ration Card) গ্ৰাহকদের জন্য তামিলনাড়ু রাজ্য সরকার, M.K. Stalin-এর তরফ থেকে জারি হল নয়া নির্দেশিকা। মূলত পোঙ্গল উৎসবকে কেন্দ্র করেই তামিলনাড়ু রাজ্য সরকারের এই উদ্যোগ। নতুন বর্ষ অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি থেকে প্রত্যেক রেশন‌ গ্ৰাহককে নগদ ১০০০টাকা করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

পাশাপাশি ২রা জানুয়ারি থেকে তাদের দেওয়া হবে ১কেজি করে চাল ও চিনিও। এই নির্দেশিকা শ্রীলঙ্কার পুনর্বাসন শিবিরগুলির ক্ষেত্রও প্রযোজ্য হবে। মূলত দেশের ২কোটি ১৯লক্ষ রেশন (Ration Card) গ্ৰাহক এই সুবিধা পেতে চলেছেন। এর জন্য সরকারি কোষাগারে প্রায় ২হাজার ৩শত ৫৬কোটি টাকার টান সৃষ্টি হতে চলেছে।

থাকছে Free Internet নতুন বছরে Reliance Jio-র নয়া প্রিপেড প্ল্যান।

তবে এটিই তামিলনাড়ু সরকারের প্রথম উদ্যোগ নয়। এর আগে‌ও তিনি রাজ্যের দরিদ্র মানুষদের জন্য যথেষ্ট সাহায্য করেছেন। ২০১৫ ও ২০১৯ সালে তিনি সেখানকার দরিদ্র মানুষদের যথাক্রমে ব্যাগ ও নগদ ১০০০টাকা করে বিতরণের উদ্যোগ গ্ৰহণ করেন।

এরপর ২০২০ ও ২০২১ সালে ২৫০০ টাকা প্রদানের ব্যবস্থা করেন। পাশাপাশি ধান,আখ ও চিনির মতো কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও বণ্টন করা হত।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.

Leave a Comment