Richest Man Of West Bengal – আপনি কি জানেন বাংলার কে সবথেকে ধনী ব্যক্তি ? চেনেন আপনি ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Richest Man Of West Bengal – দেশের ধনী ব্যক্তি বলতে মুকেশ আম্বানি এদের কথাই মাথায় আসে আমাদের। কিন্তু আপনি কি জানেন বাংলার ধনী ব্যক্তি কে? জানেন না নিশ্চই। আমরা জানিয়ে রাখি রির্পোট অনুযায়ী জানা গিয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন বেণুগোপাল বাঙ্গুর (Benu Gopal Bangur)।

এখন হয়তো আপনার মনে প্রশ্ন উঠছে কে এই ধনী ব্যক্তি এবং কিবা তাঁর ব্যবসা? চলুন জেনে নিই তাঁর বিষয়ে। বাঙ্গুর সিমেন্টের নাম শোনেন নি এমন কেউ হয়তো নেই। সিমেন্ট ব্যবসার জনপ্রিয় নাম হল বাঙ্গুর সিমেন্ট। সেই কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান হলেন বেণুগোপাল বাঙ্গুর। তাঁর বয়স এখন ৯০ পেরিয়েছে। জানা গিয়েছে তাঁর কাছে মোট ৬৫ হাজার টাকার সম্পদ রয়েছে।

তাঁর ধনী ব্যক্তিদের মধ্যে নাম আসা খুব একটা সহজ ছিলনা। তবে তিনি অনেক লড়াই করে এই স্থানে পৌঁছেছেন। এই ব্যবসা শুরু করেছিলেন বেণুগোপাল বাঙ্গুরের দাদু মুঙ্গিরাম বাঙ্গুর ও তাঁর ভাই রামকুভার বাঙ্গুর ১৯১৯ সালে।

এরপর ১৯৭৯ সালে তাঁরা প্রতিষ্ঠিত করেন শ্রীসিমেন্ট জয়পুরে। তারপর সেই ব্যবসার দায়িত্ব নেন বেণুগোপাল। বেণুগোপালের জন্ম হয়েছিল ১৯৪১ সালে। যেহেতু তিনি ছোট থেকেই ব্যবসার পরিবেশে বড় হয়েছিলেন তাই তিনি এই ব্যবসার দায়িত্ব নেন। তবে বাঙ্গুর গ্রুপে কাছে শুধু সিমেন্ট নয় অন্যান্য অনেককিছুরই ব্যবসা আছে। যেগুলোর মধ্যে একটি দেখাশোনা করেন বেণুগোপাল।

মার্চের শুরুতে বেড়ে গেল LPG গ্যাসের দাম! জানুন আজকে গ্যাসের কতো দাম?

তিনি ১৯৯২ সালে শ্রীসিমেন্টেরও চেয়ারম্যান হন। এরপর তিনি শ্রীসিমেন্ট অনেক মাইলস্টোন পার করতে থাকে। পরবর্তীতে তিনি দেশের বিলিয়নিয়ারদের তালিকায় তাঁর নাম আসা শুরু হয়। হুরুন ইন্ডিয়া ও ফোর্বসে তাঁর প্রায়ই আসে। বেশকিছু রির্পোট বলছে শেষ ২ দশকে বাঙ্গুর সিমেন্টের শেয়ার ৩০ থেকে ২৫,৫০০ টাকা হয়ে গিয়েছে।

তাঁর বিষয়ে কিছু অজানা তথ্য

বেণুগোপাল বাঙ্গুর এখন কলকাতায় থাকেন। তিনি বি.কম নিয়ে স্নাতক পাশ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এখন সেই সিমেন্টের ব্যবসা দেখছেন তাঁর ছেলে হরি মোহন বাঙ্গুর। হরি মোহন আইআইটি মুম্বাই থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। বেণুগোপাল বাঙ্গুর ও তাঁর পরিবার এখন ৫১ হাজার বর্গ ফুটের বিলাসবহুল বাড়িতে থাকেন।

রাজ্যে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা, কারা পাবেন দেখেনিন এখনই।