Shani Grah Vakri 2023 – জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব রোগ, দুঃখ, ব্যথা, বেদনা, বিজ্ঞান, প্রযুক্তি, খনিজ তেল, শ্রম ইত্যাদি কারক হিসেবে গণ্য করা হয়। আর যা শনির সামান্য পরিবর্তনেও বড় পরিবর্তন নিয়ে আসে। ১৭ জুন, ২০২৩ থেকে, শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় রয়েছে এবং এখন ২৯ অগাস্ট, শনি তার বিপরীতমুখী অবস্থায় আরও শক্তি নিয়ে সফর করতে চলেছে।
শনির শক্তির বৃদ্ধির সাথে সাথে সকল রাশির জাতক জাতিকাদের জীবনে নানান প্রভাব বাড়তে থাকে তা ভালো হতে পারে বা মন্দ হতে পারে। ঠিক এই সময়ই শক্তিশালী শনি হওয়াতে তিন রাশির জাতক জাতিকাদের অনেক উপকার হতে চলেছে। শনিদেবের কৃপায় তাদের নানান দিক থেকে থেকে বহু সাফল্য নিয়ে আসতে চলেছে। তো চলুন দেখে নিন কোন তিন রাশির এই সময় থেকে ভালো হতে চলেছে। কাদের কর্মসংস্থান আরো উন্নতি হবে? কাদের ব্যবসা আরও বড় হবে? এই নিয়ে আজকের এই রাশিফলটি।
Shani Grah Vakri 2023 – আজ থেকে কোন তিন রাশির ভাগ্য উজ্জ্বল হবে দেখে নিন
বৃষ রাশি (Taurus)
শনিদেবের স্থান পরিবর্তন হওয়াতে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবন খুবই আনন্দময় হতে চলেছে। এই সময়কালে না হওয়ার কাজ সহজেই হয়ে যাবে। এই ব্যক্তিরা প্রতিটি কাজে ভাগ্যের সঙ্গ পাবেন। জীবনে একের পর এক সাফল্য আসতে থাকবে। নতুন করে (Shani Grah Vakri 2023) কর্মের সংযোগ হয়ে উঠবে। অনেকদিনের কোন বড় ইচ্ছা সফল হবে। তবে এটাও মনে রাখতে হবে অলস মানুষদের জন্য শনি কিন্তু খুবই খারাপ সে ক্ষেত্রে কর্মের জায়গায় কোনোরকম গাফিলতি দিলে এর উল্টোটাই হবে।
মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য দিক থেকে এই সময় খুবই ভালো কাটবে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো হতে থাকবে। অর্থ লাভ হবে। যারা ব্যবসা করেন (Shani Grah Vakri 2023) তাদের মুনাফা বৃদ্ধি পাবে। অনেক দিনের ইচ্ছা পূরণ হবে। পিতা স্বাস্থ্যের উন্নতি হবে। না হওয়া কাজ খুব সহজেই হয়ে যাবে। আইনি সমস্যা থেকে নিষ্পত্তি আসবে।
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে স্বস্তি ও শান্তি হবে। সন্তানের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। নতুন কর্মের যোগাযোগ আসতে চলেছে। হারিয়ে যাওয়া (Shani Grah Vakri 2023) দব্য ফিরে পাওয়ার যোগ তৈরি হয়েছে। কোন বিতর্কিত বিষয় চূড়ান্ত সাফল্য পেতে পারেন। বিদ্যা স্থান শুভ হতে চলেছে। ফটকা টাকা আয়ের যুগ তৈরি হয়েছে। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। মোটের উপরে তুলা রাশির খুবই ভালো সময় হতে চলেছে।
Disclaimer – এখানে দেওয়া যে রাশির তথ্য তা সাধারণত বিশ্বাস এবং তত্ত্বের উপর ভিত্তি করে। WBTAK- এটি নিশ্চিত করে না।