Shipyard Recruitment 2025 – 26 – জাহাজ নির্মাণকারী সংস্থায় কর্মী নিয়োগ, যোগ্যতা সপ্তম শ্রেণী পাশ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Shipyard Recruitment 2025 – 26 – চাকরির বাজারে বড় সুযোগ। জাহাজ নির্মাণকারী সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা  অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? বয়স সীমা কি থাকছে ? মাসিক বেতন কত হবে ? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাCochin Shipyard Limited (CSL)
পদের নামOperator
মোট শূন্যপদনিচে উল্লেখিত 
আবেদন মাধ্যমOnline
আবেদনের শেষ তারিখ21-12-2025

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Operator।

২) এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তার শূন্যপদ হচ্ছে ২৭। 

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমা ৪৫ বছরের মধ্যে থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

২) উল্লেখ উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২৭,০০০/- টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই সপ্তম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে এছাড়া এখানে valid Heavy Vehicle / Forklift Driving License থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.cochinshipyard.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের ড্রাইভিংটেস্টের মাধ্যমে ও সার্টিফিকেট ভেরিফিকেশন এর মাধ্যমে সঠিক ও যোগ্য অনুযায়ী প্রার্থী নিয়োগ করা হবে। এছাড়া এখানে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং এটি একটি কন্টাকচুয়াল চাকরি।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো
৫) এছাড়া অন্যান্য,

আবেদনমূল্য কি লাগছে ?

এখানে সমস্ত প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে তাছাড়া SC/ST প্রার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য লাগছে না সম্পূর্ণ বিনামূল্য এখানে আবেদন করতে পারবে।

কি ভাবে আবেদন করতে হবে ? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদনের শেষ তারিখ: 21-12-2025

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.cochinshipyard.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

পাঞ্জাব ব্যাঙ্কে অফিসার নিয়োগ,পুরুষ মহিলা উভয় আবেদন যোগ্য।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com