Slipper Making Business Plan: “অল্প টাকায় পণ্য তৈরি, বিপুল আয় নিশ্চিত! জানুন বিস্তারিত”

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Slipper Making Business Plan: জীবনের মুলেই টাকা রয়েছে তাই আজকাল সকলের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হল টাকা। এরজন্যই মানুষ টাকা কমানোর জন্য নতুন নতুন আইডিয়া লাগাচ্ছে।এখন অনেকেই চাকরির চাপ থেকে মুক্তি পেতে নিজের ব্যবসা শুরু করতে চায়। আজ আমরা এমন একটি ব্যবসার আইডিয়া দেবো যেখানে ৩০ টাকার পণ্য ১০০ টাকায় বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। চলুন জেনে নিই বিস্তারিত।

আজকে স্লিপার মেকিং ব্যবসার কথা বলবো যেটির চাহিদা অনেক এবং মুনাফাও বেশি। কারণ স্লিপারের চাহিদা গ্রীষ্ম, বর্ষা ও শিতে সবসময়ই থাকে। এটি শুধু প্রয়োজনের জন্য নয় ফ্যাশনের একটি অংশ। স্লিপারের বড় বড় ব্র্যান্ড থাকলেও স্থানীয় বাজারে এর অনেক চাহিদা রয়েছে। এর উৎপাদন খরচ যেমন কম তেমনি আয়ও ভালো।

কী ভাবে শুরু করবেন এই ব্যবসাটি ?

প্রথমে আপনাকে করতে হবে মার্কেট রিসার্চ অর্থাৎ এটির সাহায্যে জানতে হবে কোন ধরণের স্লিপারের বেশি চাহিদা। এরপর ক্রেতারা কেমন দামে কিনতে চান স্লিপার। শুধু তাই নয় আপনাকে জানতে হবে প্রতিযোগীদের সংখ্যা এবং তারা কী কী ধরণের পণ্য ও কীভাবে সেগুলো বিক্রি করছে।

কী কী মেশিন লাগবে ?

এই ব্যবসার জন্য দরকার হবে কাটিং ও মোল্ডিং মেশিন যেটি দিয়ে স্লিপারের আকার তৈরি করা হবে। দরকার হবে অ্যাসেম্বলিং মেশিনের যেটি দিয়ে সোল ওস্ট্র্যাপ জোড়া লাগানো হবে। চূড়ান্ত টাচ ও কোয়ালিটি নিশ্চিত করার জন্য লাগবে ফিনিশিং মেশিন। যদি আপনি বড় স্কেলে উৎপাদন করতে চান তাহলে দরকার হবে ফুল অটোমেটিক মেশিনের।

খরচ কত হবে ?

এই ব্যবসাটি শুরু করতে দরকার হবে রাবার সোল, পিভিসি সোল, ইভা ফোম শিট, সিনথেটিক লেদার, নায়লন বেল্ট ও রাবার স্ট্র্যাপ, আঠা (সুপার গ্লু, ফেভিকল, এসআর গ্ল) ইত্যাদির মতো কাঁচামাল। কাটিং ও মোল্ডিং মেশিনে খরচ হবে ১,৫০,০০০ টাকা, ফিনিশিং মেশিন ও অন্যান্য টুলসে ৫০,০০০ টাকা, কাঁচামাল (প্রথম লট) এ ২০,০০০ টাকা, ওয়ার্কশপ সেটআপে ৮০,০০০ টাকা, শ্রমিকের বেতন (প্রথম মাস)৫০,০০০ টাকা সব মিলিয়ে খরচ হবে ৫,০০,০০০ টাকা।

এখন আসি লাভ নিয়ে প্রতি জোড়া স্লিপার উৎপাদন করতে খরচ হবে ২৩০ টাকা যেগুলো বিক্রি হবে ২১০০ বা তার বেশিতে। অর্থাৎ প্রতি জোড়ায় লাভ হবে ২৭০ টাকার। যদি আপনি ১০০ জোড়া বা তার থেকে বেশি স্লিপার তৈরি ও বিক্রি করেন তাহলে লাভ বেশি হবে। দৈনিক লাভ = ২৭০ × ১০০ = ২৭০০০। মাসিক লাভ হবে ২,১০,০০০ টাকা।

ব্যবসা শুরু করার ধাপ

প্রথমে আপনাকে নিতে হবে প্রশিক্ষণ অর্থাৎ আপনাকে শিখতে হবে স্কিপার বানানোর টেকনিক। চাইলে আপনি ট্রেনিং সেন্টার বা অভিজ্ঞ কারিগরের সাহায্য নিতে পারেন। তারপর ওয়ার্কশপ করতে হবে আর তারজন্য ৩০০-৫০০ বর্গফুটের জায়গা করতে হবে। তৈরি করতে হবে উৎপাদন পরিকল্পনা অর্থাৎ কতটা উৎপাদন করলে ঠিক হবে। প্রথমে কম উৎপাদন করতে হবে তারপর যদি চাহিদা বাড়ে তাহলে উৎপাদন বাড়াতে হবে সেই হিসেবে।

তারপর মার্কেটিংয়ের জন্য বাজারের ছোট ছোট দোকান, হাট, পাইকারি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। ব্র্যান্ডিং করতে হবে ভালো করে এতে দাম বেশি রাখা যাবে। এরপর আপনি ফেসবুক পেজ, যেকোনো ই-কমার্স সাইট ইত্যাদিতে মার্কেটিং করতে পারবেন। এছাড়া আপনি স্কুল, কলেজ বা কর্পোরেট ইভেন্টের জন্য কাস্টম ডিজাইন তৈরি করতে পারেন।

কারা এই ব্যবসা করতে পারবেন ?

যেহেতু এই ব্যবসাটি কম বিনিয়োগে করা যায় আর এতে আয়ও ভালো করা যায় তাই এটি তরুণ প্রজন্মের জন্য উপযুক্ত। এছাড়া এই ব্যবসাটি গৃহিণী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা করতে পারেন। যদি কেউ পার্মানেন্ট ব্যবসা করতে চান তাহলেও তারা এই ব্যবসাটি করতে পারেন। তবে আপনাকে পণ্যের মান বজায় রাখতে হবে। খারাপ পণ্য দিলে কিন্তু আয় কমে যাবে আপনার।

এছাড়াও ডিজাইনে ভেরিয়েশন আনতে হবে যাতে সেটি সকলের পছন্দ হয়। যেকোনো উৎসব ও মরশুমে দিতে হবে ডিসকাউন্ট। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় অ্যাডও দিতে হবে এটি নিয়ে।

তবে এই ব্যবসায় ঝুঁকিও রয়েছে। যেমন

  • কাঁচামালের দাম বাড়তে পারে।
  • বাজারে প্রতিযোগিতা বাড়তে পারে।
  • যদি উৎপাদনে দেরি হলে ঝুঁকি থেকে যায়।

তবে এগুলো ঝুঁকি এড়াতে আপনাকে দীর্ঘমেয়াদি কাঁচামাল সাপ্লাই কন্ট্রাক্ট করে নিতে হবে। নতুন ও ইউনিক ডিজাইনের পণ্য বানাতে হবে। এছাড়াও নিয়োগ করতে হবে দক্ষ কর্মী ও সময়ও ব্যবস্থাপনা করতে হবে ঠিকমতো।

এই ব্যবসার চাহিদা সারা বছর রয়েছে। যদি আপনার কাছে কম টাকা রয়েছে আর আপনি সেটি খরচ করে একটু ব্যবসা করতে চান তাহলে এই ব্যবসাটি আপনার জন্য উপযুক্ত একটি ব্যবসা। এতে কম টাকা বিনিয়োগ করতে হয় এবং আয় বেশি হয়। তবে যেকোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই বিস্তারিত জেনে নিয়ে তারপর শুরু করতে হয়।

আমাদের পাড়া আমাদের সমাধান, সমস্যা এবার মিটবে দ্রুত! জানুন বিস্তারিত

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com