SMP Kolkata Vacancy 2025 – কলকাতা বন্দরে নতুন কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখে নিন।
SMP Kolkata Vacancy 2025 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানানো যাবে। পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর |
পদের নাম | মিডিয়া এক্সিকিউটিভ (চুক্তিভিত্তিক) |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ১৬ই মে ২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – মিডিয়া এক্সিকিউটিভ (চুক্তিভিত্তিক)।
২) এই পদে কতজনকে নিয়োগ করা হবে সেই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ১ এপ্রিল ২০২৫ অনুযায়ী ৫৭ বছরের কম হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
২) উল্লেখ উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ৪৬,৫০০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (SMP Kolkata Vacancy 2025)
যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই মাস কমিউনিকেশন/ডিজিটাল মিডিয়া/গ্রাফিক ডিজাইন ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
কাজের অভিজ্ঞতা
একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে বিজ্ঞাপন এবং বিভিন্ন মিডিয়া প্ল্যানিং এবং বাস্তবায়ন সহ ডিজাইনিং ভিজ্যুয়ালগুলিতে কমপক্ষে দুই বছরের অনুশীলনের অভিজ্ঞতা। সাংবাদিকতা এবং গণযোগাযোগ বা গ্রাফিক ডিজাইন ম্যানেজমেন্টে এমএ/এমএসসি হলে খুব ভালো। প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়াতে কাজ করার অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার পেতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
smp.smportkolkata.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (SMP Kolkata Vacancy 2025)
এখানে নিয়োগ করার অনেকগুলি ধাপের মাধ্যমে সর্বপ্রথম প্রার্থীদের ডাকা হবে এবং পরবর্তীকালে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র
১) পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড / ভোটার কার্ড লাগবে।
২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে।
৩) আবেদনকারীর ২ কপি ছবিও লাগবে।
৪) এছাড়া আরও অন্যান্য।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে (SMP Kolkata Vacancy 2025) প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শেষ তারিখ : ১৬/০৫/২০২৫ – সকাল ১১ টা
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | smp.smportkolkata.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।