আগামীকাল রথযাত্রা অর্থাৎ ছুটির দিন। তবে শুধু কালকেই নয় শুক্র, শনি ও রবিবার টানা তিনদিন ছুটি থাকছে। এই তিনদিন ছুটি থাকার পর আরোও একদিন ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। কিন্তু কিসের ছুটি সেটি ? আগামী মঙ্গলবার অর্থাৎ ১ জুলাই তারিখে ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ১ জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী (Doctors Day Holiday) আর সেজন্যই রাজ্যে অর্ধদিবসের ছুটি ঘোষণা করেছে সরকার।
সারা দেশে এইদিনটি চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় আর এরজন্যই রাজ্যের সমস্ত সরকারি দপ্তর অর্ধদিবসের ছুটি পালন করতে চলেছে। গতকাল অর্থাৎ ২৫ জুনে নবান্নে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে ছুটির বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হয়েছে।
কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ?
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতি বছর ১ জুলাইয়ে বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে চিকিৎসক দিবস পালন করা হয় ও রাজ্যে অর্ধদিবস ছুটি হিসেবে পালন করা হয়। এ বছরও একইভাবে উদযাপন করা হবে।
তাহলে কি এসির জন্য নতুন রিমোট কিনতে হবে ? কী বলছে সরকারের নতুন নিয়ম ?
রাজ্য সরকারের সমস্ত দপ্তর সেদিন সকাল থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে অর্থাৎ ২ টোর পর সব ছুটি হয়ে যাবে। তবে শুধু কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ-এর দপ্তর ছুটি থাকবে না। এই দপ্তরগুলোতে স্বাভাবিক সময় অনুযায়ীই কাজ চলবে।
বিধানচন্দ্র রায় কে ছিলেন ?
বিধানচন্দ্র রায় ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর জন্যই তাঁর জন্মদিনকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তাঁর জন্মদিন হল চিকিৎসক সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনের একটি উপলক্ষ মাত্র।
তাঁর জন্মদিনের দিনে চিকিৎসকদের অবদানকে স্মরণ করা হয় ও তাঁদের সম্মানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। রাজ্য সরকারের এই অর্ধদিবস ছুটির ঘোষণা এই দিনটিকে আরোও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
এই ছুটির জন্য সমস্ত সরকারি দপ্তরগুলিকে তাদের সাধারণ কাজকর্মকে দুপুর ২টোর মধ্যেই শেষ করে ফেলতে হবে। সরকারি কর্মচারীদের এই সময়সূচী মেনেই সমস্ত কাজ করার জন্য নির্দেশ দিয়েছে সরকার। তবে জরুরি পরিষেবাগুলি যাতে ব্যাহত না হয় সেই দিকেও নজর রাখা হবে বলে জানা গিয়েছে। তাই রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ-এর দপ্তরগুলিতে ছুটি থাকছে না সেদিন।
বিধানচন্দ্র রায়ের অবদান শুধু চিকিৎসা ক্ষেত্রেই নেই তিনি রাজ্যের প্রশাসনিক ও সামাজিক উন্নয়নেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরজন্যই তাঁর জন্মদিনে এই অর্ধদিবস ছুটি ঘোষণা করে রাজ্য সরকার তাঁকে শ্রদ্ধা জানাতে চেয়েছে।সরকারের এই ঘোষণার পর থেকেই সরকারি দপ্তরগুলিতে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
কর্মচারীদের ছুটির বিষয়ে জানাতেই সরকার বিভিন্ন দপ্তরে এই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। শুধু তাই নয় এইদিনটির বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, সরকারি ও বেসরকারি দপ্তরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করা হবে।
রাজ্য সরকারের এই প্রকল্পে ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা করল, জানুন কীভাবে করা যাবে আবেদন ?