পশ্চিমবঙ্গ সরকার খুব তাড়াতাড়ি হোমগার্ডের পদে নিয়োগ করতে চলেছে। আর এরজন্য নবান্ন ছাড়পত্রও পাঠিয়ে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকদিন ধরেই পুলিশ নিয়োগ নিয়ে কথা বলেছেন। এবার সেই বিষয়েই জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার ৫০০ টির মতো হোমগার্ড নিয়োগ করবে। লালাবাজার এই উদ্যোগটি নিয়েছে। এবার চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক।
একাধিক হোমগার্ড নেবে রাজ্য সরকার
রাজ্যের পুলিশ দপ্তর অনেকে কাজেই হোমগার্ড (Homeguard) ও সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করে। এতে তাদের অনেক কাজ ভালো মতো ও আইন রক্ষা করতেও সুবিধা হয়। মুখ্যমন্ত্রীও তাদের জন্য অনেক সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন। যেমন সিভিক ভলান্টিয়ারদের স্বাস্থ্য বীমা ও তাদের বেতন বাড়ানো ইত্যাদি।
এখন রাজ্যে হোমগার্ডের (Homeguard) জন্য ৫০০ টি শূন্যপদ রয়েছে। যার জন্য নবান্ন ছাড়পত্র দিয়েছে। এবার নতুন প্রার্থীদের যেমন কাজের সুযোগ দেওয়া হবে তেমন অভিজ্ঞতা থাকা সিভিক ভলান্টিয়ারদের প্রমোশনেরও সুযোগ দেবে সরকার। অর্থাৎ ৫০০ টি শূন্যপদে মধ্যে ৫০ টি সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষণ করা হবে বলে জানা গিয়েছে।
বেকারদের জন্য দারুণ সুযোগ, এই ট্রেনিং করলে দেওয়া হবে চাকরি ও সাথে থাকছে মোটা বেতন
এতগুলো শূন্যপদে কেন নিয়োগ করা হবে ?
কলকাতা পুলিশ এখন পর্যন্ত ৩২৪ বর্গ কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ করত। কিন্তু যেহেতু এবার থেকে ভাঙ্গর এলাকাও যুক্ত হবে কলকাতা পুলিশের আওতায় তাই এতগুলো পদে নিয়োগ করা হবে। ভাঙ্গর যুক্ত হওয়ার পর এই এলাকা বেড়ে হবে ৫৩০ বর্গ কিলোমিটার। এলাকা বাড়লে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তাও বাড়াতে হবে। এরজন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
হোমগার্ডের পদে কী ভাবে নিয়োগ করবে রাজ্য সরকার ?
পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই নিয়োগটি করতে একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন। যেটির মাধ্যমে লিখিত পরীক্ষা ও পুলিশ প্রশিক্ষণ পরীক্ষা দিতে হবে যেটিতে পাশ করলে প্রার্থীরা হোমগার্ডের পদের জন্য নির্বাচিত হবেন। লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। এই পরীক্ষাটি অনভিজ্ঞ প্রার্থী থেকে সিভিক ভলান্টিয়ার সকলেই দিতে পারবেন।
রাজ্য সরকারের এই প্রকল্পে ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা করল, জানুন কীভাবে করা যাবে আবেদন ?