SVMCM Scholarship Applications End Update – রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বড় আপডেট দিয়েছে। সেই আপডেটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবেদনের শেষ তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে এটিও জানানো হয়েছে যে নতুন ছাত্র ছাত্রীরা খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।
কবে থেকে নতুন ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে ?
উচ্চ শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে SVMCM Renewal Application এবং Fresh Application (2024-25) ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে। ১৮ তারিখ পেরিয়ে গেলে আর কেউ আবেদন করতে পারবে না। তাই যদি আপনি এখনো আবেদন করেন নি তাহলে আজই আপনার আবেদন সম্পন্ন করে ফেলুন।
উচ্চ শিক্ষা দপ্তরের অফিসিয়াল নোটিশে যদিও বলা হয়নি ২০২৫-২৬ সালের স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে তবে জানা গিয়েছে এখন পুরোনো পড়ুয়াদের Verification ও Approval চলছে। তাদেরকে নির্ধারিত নিয়ম অনুযায়ী টাকা দেওয়া হবে তারপর নতুনদের সুযোগ দেওয়া হবে।
জানা গিয়েছে প্রথমে নতুনদের জন্য স্কুল স্তরের আবেদন চালু করা হবে। তারপর শুরু করা হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আবেদন। পুজোর আগে এই আবেদন চালু হবেনা বলে জানা গিয়েছে। তবে আশা করা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি এর আবেদন শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই বিকাশ ভবনের অফিশিয়াল ওয়েবসাইট svmcm.wb.gov.in এ যেতে হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হল রাজ্যের মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের সাহায্য করার একটি মাধ্যম। যদি আপনি আগে আবেদন করেছেন তাহলে আপনি আপনার টাকা সময়মতো পেয়ে যাবেন।আর যদি নতুনভাবে আবেদন করতে চান তাহলে অল্প অপেক্ষা করতে হবে কারণ বেশ কিছুদিন পরেই এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
প্রয়োজনীয় লিঙ্ক
| 🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |