Tata Capital Pankh Scholarship 2024 – দুস্থ অসহায় ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য টাকা-পয়সা আর কোন বাধা হয়ে দাঁড়াবে না। কারণ এই সকল পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে টাটা গ্রুপ। ভারতের অন্যতম শিল্পপতি রতন টাটা এমন সিদ্ধান্ত নিয়েছেন, তাতে এই প্রজন্মের দুস্থ ছাত্র-ছাত্রীদের অনেক বড় উপকার হবে।
নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৮,০০০/- টাকা
এবার দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের ১২ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন রতন টাটা। আর এই স্কলারশিপের দেওয়া হয়েছে টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ।
কারা আবেদন জানাতে পারবেন (Tata Capital Pankh Scholarship 2024)
টাটা গ্রুপের টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। তবে সেক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। শুধু তাই নয়, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে আবেদনকারীকে। বলে রাখি এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন বিএ, বি কম., বিএসসি এবং পলিটেকনিক কিংবা ডিপ্লোমা স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরাও। সেক্ষেত্রে সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম নম্বর পেতে হবে ৬০ শতাংশ।
অনুদানের পরিমাণ
টাটা গ্রুপের টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের জন্য যে সকল ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে চান (Tata Capital Pankh Scholarship 2024) তাদের পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার তুলনায় কম হতে হবে। তবেই এই স্কলারশিপ পাওয়া যাবে নতুবা নয়। এক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। অন্যদিকে স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের ১২ হাজার টাকার অনুদান দেওয়া হবে।
প্রয়োজনীয় নথিপত্র (Tata Capital Pankh Scholarship 2024)
টাটা গ্রুপের উল্লিখিত স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে বেশ কিছু নথি খুবই জরুরী। আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, পরিবারের আয় সার্টিফিকেট, নতুন শ্রেণীতে অথবা কলেজে ভর্তির প্রমাণ পত্র, ভর্তির রশিদ, ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য, কাস্ট সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়োজন।
এবার জেনে নিন কিভাবে আবেদন করবেন
১) প্রথমে buddy4study -এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
২) এরপর Apply Now অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
৩) রেজিস্ট্রেশনের করার পর login করতে হবে।
৪) login করার পর স্ক্রিনে টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের আবেদনের জন্য একটি পেজ খুলে যাবে।
৫) এরপর Start Application অপশনে ক্লিক করুন।
৬) এরপর Terms and Condition চেকবক্সে ক্লিক করে Preview অপশনে ক্লিক করতে হবে।
৭) এরপর সেখানে যা কিছু নথিপত্র চেয়েছে তা আপলোড করুন।
৮) তথ্য এবং নথি সঠিকভাবে আপলোড করার পর Submit অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
Official Website – Click Here